ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের ডোবার পানিতে ডুবে আলিফ নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে ইউনিয়নের চর কৃষ্ণনগর গ্রামে এ ঘটনা ঘটে। শিশু আলিফ ওই গ্রামের সাবেক প্যানেল চেয়ারম্যান সিদ্দিকুর রহমানের ছেলে।
শিশুর পারিবারিক সূত্রে জানা যায়, শিশুটির বাবা বাড়ীর পাশে উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয় শিখন কেন্দ্র স্কুলে দেওয়ার জন্য সাথে করে পৌঁছে দিয়ে আসে। শিশুটি মা ঐ স্কুলের শিক্ষিকা স্কুলের ছেলে মেয়েদের পড়াশোনার ব্যস্ত থাকায়। শিশু আলিফ খেলতে খেলতে সবার অজান্তে স্কুলের পাশের ডোবার পানিতে ডুবে যায়।
পরে বাড়ীর পাশ্ববর্তী এক মহিলা তাকে দেখতে পেয়ে ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করে। ৮ নং কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ.কে. এম বাশারুল আলম বাদশা মিয়া শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।