বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ৫১ বছর উপলক্ষে যুব সমাবেশের আয়োজন করা হয়েছে। আগামী ১৫ নভেম্বর মুকসুদপুর উপজেলা চত্বর কেজি স্কুল মাঠে অনুষ্ঠিত হবে।
গোপালগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম মেম্বার মুহাম্মদ ফারুক খান এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
মুকসুদপুর উপজেলা যুবলীগের যুগ্ম আহব্বায়ক রিফাতুল আলম মুছা জানান, মূলত যুবসমাবেশ হলেও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন ও ভাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন এ সমাবেশে। মুকসুদপুর উপজেলার ১৬ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার হাজারো নেতাকর্মীর সমাগম ঘটিয়ে স্মরণ কালের শ্রেষ্ঠ যুব সমাবেশের প্রস্তুতি নিচ্ছে মুকসুদপুর উপজেলা যুবলীগের নেতাকর্মীরা।
যুব সমাবেশ ঘিরে কেজি স্কুল মাঠ বর্ণাঢ্য সাজে সজ্জিত করা হয়েছে। নির্মাণ করা হচ্ছে দৃষ্টিনন্দন সুবিশাল প্যান্ডেল।
সরেজমিনে সমাবেশস্থলে গিয়ে দেখা যায়, ইতোমধ্যে সম্মেলন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন আয়োজকরা। যুব সমাবেশ সফল করতে উপ-কমিটি গঠন করা হয়েছে।
যুব সমাবেশ সফল করার লক্ষ্যে প্রতিদিনই মুকসুদপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে উপজেলা যুবলীগের নেতাকর্মীরা বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের নিয়ে দফায় দফায় প্রস্তুতি সভা করছে।
প্রিন্ট