রাজবাড়ীর কালুখালীতে খাদ্য বান্ধব কর্মসূচির চাউল বিতরণ শুরু হয়েছে। রোববার কালুখালী উপজেলা ৭ ইউনিয়নে ২৫ জন ডিলার এই কর্মসূচির কাজ শুরু করে।
সকালে কালুখালীর কালিকাপুর ইউনিয়ন এর রায়নগর স্লুইসগেট বাজারে চাউল বিতরন উদ্বোধন করেন ডিলার আফসার আলী। তিনি জানান, ওই এলাকার ৪ শ ১৩ জন দরিদ্র মানুষের মাঝে এই চাল বিতরন করা হবে। ১৫ টাকা কেজি দড়ে প্রতিটি মানুষের ৩০ কেজি করে চাল বিতরন করা হয়েছে।
একই ইউনিয়ন এর কালুখালী মৌজায় চাউল বিতরন করেন রিপন মন্ডল। ওই এলাকার ৪ শ ১১ জন কার্ডধারী রবিবার ফেয়ার প্রাইজের চাল গ্রহন করে।
রতনদিয়া বাজারে ফেয়ার প্রাইজের চাউল সুষ্ঠুভাবে বিতরন কর আশরাফুল আলম সুজন। রবিবার তার কাছ থেকে ৪ শ ৮৮ জন দরিদ্র মানুষ ১৫ টাকা কেজি দড়ে ৩০ কেজি করে চাল গ্রহন করেছে।
রুপসা মোঃ সিরাজুল ইসলাম জিন্না, কলকলিয়া মোঃ আলিমুজ্জামান চৌধুরী, মিজানুর রহমান, আঃ হাই, হামিদুর ইসলাম রবিবার ফেয়ার প্রাইজের চাল বিতরন করা হয়েছে। উপজেলা খাদ্য দপ্তর জানায়, উপজেলার ৭ ইউনিয়ন এর ১২ হাজার ৮৩৬জন সুবিধা ভোগীদের ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
প্রিন্ট