ফরিদপুরের বোয়ালমারীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিক উদযাপন করা হয়েছে।
শনিবার (১১ নভেম্বর) বিকালে দিবসটি উপলক্ষে বহুধাবিভক্ত উপজেলা যুবলীগের একাংশের যুগ্ম আহ্বায়ক চৌধুরী রায়হান রকির নেতৃত্বে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।
কর্মসূচির মধ্যে ছিলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মণির প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, আনন্দ র্যালি, কেক কাটা ও আলোচনা সভা।
আনন্দ র্যালিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রায় দুই সহস্রাধিক যুবলীগ কর্মী অংশ নেয়। বঙ্গবন্ধু সড়ক মোড় থেকে শুরু হওয়া র্যালিটি পৌরসদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরটির প্রাণকেন্দ্র চৌরাস্তা সংলগ্ন বঙ্গবন্ধু স্মৃতিস্তম্ভে মিলিত হয়ে প্রতিষ্ঠা বার্ষিকের কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন চৌধুরী।
এ সময় তিনি বলেন – ‘মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামকে এগিয়ে নিতে দেশের যুব সমাজকে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে যুবলীগ প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠা লগ্ন থেকেই যুবলীগ সেই লক্ষ্যকে সামনে নিয়ে অগ্রসর হচ্ছে। বোয়ালমারী উপজেলা যুবলীগও সেই লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে। আগামী জানুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন । জনবিচ্ছিন্ন, স্বাধীনতা বিরোধী অপশক্তি বিএনপি-জামাত নির্বাচনে নিশ্চিত পরাজিত হওয়ার ভয়ে অপতৎপরতা চালাচ্ছে। হরতাল অবরোধ দিয়ে অগ্নি সন্ত্রাস চালাছে এর বিরুদ্ধে স্থানীয়ভাবে বোয়ালমারী উপজেলা যুবলীগকে সোচ্চার ভূমিকা পালন করতে হবে ।
আলোচনায় আরও বক্তব্য রাখেন – উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক চৌধুরী রায়হান রকি, জেলা ছাত্রলীগের সহসভাপতি আশিকুর রহমান আশিক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর হোসেন তুষার, সাব্বির সরদার, নাজমুল হাসান, আব্দুস সোবহান মোল্যা, চপল, গাজী শুভ উপজেলা যুবলীগের সদস্য নাজমুল বিশ্বাস, শফিউল আলম টুলু, ইনামুল হোসেন, দীপক বিশ্বাস, অহিদুল হক উজ্জ্বল, অলিয়ার রহমান, আবির মাহমুদ সুমন, বোয়ালমারী পৌর মুক্তিযোদ্ধা মঞ্চের সাধারণ সম্পাদক আল আমিন মিয়া ও যুবলীগ নেতা তন্ময় ইসলাম আকাশ প্রমুখ।
উল্লেখ্য, বহুধাবিভক্ত উপজেলা যুবলীগ দিবসটি উপলক্ষে পৃথক পৃথক ভাবে নানান কর্মসূচি পালন করেছে।