নানা কর্মসূচির মধ্য দিয়ে টাঙ্গাইলের নাগরপুরে যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। আজ শনিবার (১১ নভেম্বর) দুপুরে নাগরপুর উপজেলা যুবলীগের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ র্যালি বের হয়।
র্যালিটি নাগরপুর সদরের গুরত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে নয়নখান মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে আলোচনা সভায় মিলিত হয়।
এ সময় বক্তব্য দেন- নাগরপুর-দেলদুয়ার গণমানুষের নেতা, বঙ্গবন্ধু স্যাটেলাইট কোম্পানির পরিচালক, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ এর সম্মানিত সদস্য, আইনজীবীঃ বাংলাদেশ সুপ্রিম কোর্ট, ব্যারিস্টার খন্দকার রেজা-ই-রাকিব, টাংগাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, তারেক শামস খান হিমু, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক মীর মুশফিক হোসেন শৈবাল, যুগ্ম আহবায়ক নেলসন, যুগ্ম আহবায়ক শাহীনুর রহমান, সাবেক উপজেলা যুবলীগের সদস্য আনোয়ার হোসেনসহ উপজেলার যুবলীগের নেতা কর্মীরা।
- আরও পড়ুনঃ নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়
পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড যুবলীগের সব ইউনিটের নেতা-কর্মীরা এ সময় অংশ নেন।
প্রিন্ট