বিএনপি জামাতের ডাকা অবরোধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে ফরিদপুর জেলা ছাত্রলীগ। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি তানজিমুল রশীদ রিয়ানের সভাপতিত্বে কেন্দ্রীয় কর্মসূচী অনুযায়ী শহরস্থ সরকারি রাজেন্দ্র কলেজ ক্যাম্পাস হতে একটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা আয়োজন করা হয় ।
বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিন শেষে সূচনাস্থলে ফিরে আসলে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন ফরিদপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ, শহর ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক মীর মোঃ শান্ত, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহিন আহমেদ সোহান, সাধারণ সম্পাদক মাসুদ রানা, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি, মোর্তোজা হাসান জয়, সাংগঠনিক সম্পাদক আফ্রিদুজ্জামান সয়েম, আফিফ বিন ইসলাম অর্ক, অমিত বিশ্বাস অর্ক । এ সময় ছাত্রলীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন যে, বিএনপি – জামায়াত গোষ্ঠী দেশের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।এ দেশ ও মানুষের চিরশত্রু, মানবতাবিরোধী, যুদ্ধাপরাধী, জঙ্গি-সন্ত্রাসী, দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন বিএনপি-জামায়াতের সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ ভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
একইসাথে যিনি বাংলাদেশকে বিশ্বের বুকে মর্যাদার আসনে অভিষিক্ত করেছেন, উন্নয়ন-উদ্ভাবনের উৎকর্ষতায় যিনি এদেশকে উন্নত দেশে পরিণত করার পথে অগ্রসর হচ্ছেন, সেই মহান নেত্রী, গণতন্ত্রের মানসকন্যা, বাংলার মানুষের সুখ-দুঃখের একমাত্র ঠিকানা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় উপহার দেওয়ার শপথ নেওয়ার জন্য উপস্থিত নেতৃবৃন্দকে আহবান জানান।