বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব ও হেফাজতে ইসলাম ঢাকা মহানগরের সহসভাপতি মাওলানা কোরবান আলী কাসেমীকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ।
আজ মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে তাঁকে তাঁর বাসাবোর বাসা থেকে গ্রেপ্তার করে ডিবির গুলশান বিভাগ। ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম জানিয়েছেন, ২০১৩ সালের ৫ মে ঢাকা অবরোধকে কেন্দ্র করে সহিংসতার মামলায় মাওলানা কোরবান আলীকে গ্রেপ্তার করা হয়েছে।
এ নিয়ে হেফাজতে ইসলামের ১০ নেতা গ্রেপ্তার হলেন। এর আগে গত রোববার হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হককে গ্রেপ্তার করে পুলিশের তেজগাঁও বিভাগ।
আরও পড়ুনঃ আরেক মামলায় মামুনুলকে গ্রেফতার দেখিয়ে রিমান্ড চাইবে সিআইডি
প্রিন্ট