সড়ক দুর্ঘটনায় ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার এক ভাঙাড়ি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত ব্যবসায়ীর নাম আমীরুল বিশ্বাস (৩৫)। তিনি পৌরসভার আধাঁরকোঠা গ্রামের মো. সিদ্দিক বিশ্বাসের ছেলে।
সোমবার সন্ধ্যায় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মাঝিগাতি বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পরিবার সূত্রে জানা যায়, নিহত আমীরুল ইসলাম ব্যবসায়িক কাজ শেষে ঢাকা থেকে খুলনাগামী একটি পরিবহনে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মাঝিগাতি বাসস্ট্যান্ডে ব্যাটারীচালিত একটি আটোভ্যানে বোয়ালমারীর উদ্দেশ্যে রওয়ানা দেন। ভ্যানটি ঢাকা-খুলনা মহাসড়ক পার হতে গেলে ঢাকামুখি একটি দ্রুতগামী মাইক্রোবাস (ঢাকা মেট্রো-গ ৪৩৫৩৩৪) ভ্যানটিকে আঘাত করে।
সংঘর্ষে ভ্যানচালকসহ তিন আরোহী সড়কে ছিটকে পড়ে। এতে মারাত্মক আহত আমীরুল ইসলামকে স্থানীয়রা উদ্ধার করে হাইওয়ে পুলিশের সহায়তায় কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
- আরও পড়ুনঃ ভাঙন রোধে হচ্ছে বাঁধ, স্বস্তি
ভাঙ্গা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক আব্দুর রহমান জানান, নিহত আমীরুল ইসলামকে মারাত্মক আহতাবস্থায় কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়, সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। ঘাতক মাইক্রোবাসটি জব্দ ও চালককে আটক করা হয়েছে।
প্রিন্ট