মাদকের বিরুদ্ধে মাগুরা জেলা পুলিশ সুপারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে মাগুরার শালিখা থানায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে ২(দুই)গাঁজা ব্যবসায়ীকে ৫(পাঁচ) কেজি১০গ্রাম মাদকদ্রব্য গাঁজা সহ আটক করেছে শালিখা থানা পুলিশ।
শালিখা থানার এসআই (নিঃ) মোঃলিটন গাজীর নেতৃত্বে এএসআই (নিঃ) মোঃলিটন হোসেন সহ একটি চৌকস টিম মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে গত ০৫/১১/২০২৩ ইং তারিখ সকাল অনুমান ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শালিখা থানাধীন আড়পাড়া এস বি ফিলিং স্টেশন এর সামনে থেকে ৫কেজি ১০গ্রাম গাঁজা সহ ২ মাদক ব্যবসায়ী খাগড়াছড়ি জেলার দিঘীনালা থানার বেলছড়ি গ্রামের মৃত বারেক ব্যাপারীর ছেলে মোঃদেলোয়ার হোসেন (২৫) ও মাগুরা সদর থানার জগদল গ্রামের মোঃ খবির বিশ্বাসের মোঃমুরাদ বিশ্বাস (১৯) কে গ্রেফতার করে।
এ সংক্রান্তে শালিখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃমোশাররফ হোসেন জানান মাদকের বিরুদ্ধে কোন আপস নয় মাদকদ্রব্য নির্মুলে জিরো টলারেন্স নীতিতে শালিখা থানা এলাকায় অভিযান অবহৃত থাকবে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮-এ-৩৬(১)এর ১৯(ক)ধারায় মামলা রুজু করা হয়েছে।