‘সমবায়ে গড়ছি দেশ, স্মাট হবে বাংলাদেশ’ এ প্রতিপাদ্য সামনে নিয়ে রাজশাহীর বাঘায় ৫২তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে র্যালি,জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৫-১১-২০২৩) উপজেলা প্রশাসন, সমবায় দপ্তর ও স্থানীয় সমবায়ীরা এর আয়োজন করে। র্যালি,জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন শেষে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহি অফিসার শারমিন আখতারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের যুগ্ন সাধারন সম্পাদক এ্যাডভোকেট লায়েব উদ্দীন লাভলু তার বক্তব্যকালে বলেন, অর্থনৈতিক মুক্তি ও দারিদ্র বিমোচনের লক্ষে উন্নত দেশের আদলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুবকদের নিয়ে গঠিত সমবায় সমিতি কার্যক্রম চালু করেন। এই সমিতির মাধ্যমে অসংখ্য বেকার যুবক এখন সাবলম্বী।
উপজেলা নির্বাহি অফিসার শারমিন আখতার বলেন, একটি সমবায় প্রতিষ্ঠান এমনও হতে পারে যেখানে ব্যবসাটি এর সুবিধাভোগী সকলে সমভাবে নিয়ন্ত্রণ করে অথবা তারাই এই প্রতিষ্ঠানে কাজ করে।
মূল নীতি উপস্থাপন করে স্বাগত বক্তব্যকালে উপজেলা সমবায় অফিসার আব্দুল মোকিম বলেন, সদস্যের গণতান্ত্রিক নিয়ন্ত্রণ, সদস্যের আর্থিক অংশ গ্রহণ,স্বায়ত্বশাসন ও স্বাধীনতা, শিক্ষা, প্রশিক্ষণ ও তথ্য। সমবায় ভিত্তিক ব্যবসা নিয়ে শিক্ষার যে ধারায় পড়ানো হয় তা সমবায় অর্থনীতি নামে পরিচিত। সমবায় হল সমমনা মানুষের স্বেচ্ছাসেবামূলক একটি স্বশাসিত সংগঠন যা নিজেদের আর্থ সামাজিক উন্নয়নের জন্য কাজ করে এবং গণতান্ত্রিকভাবে পরিচালনা করে।
পল্লী উন্নয়ন অফিসার ইমরান আলীর সঞ্চলনায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জুয়েল আহমেদ, বাঘা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল লতিফ মিঞা, ভারটেক্স সমবায় সমতির সভাপতি রেজাউল হক ও উপজেলা মসজিদের ইমাম মাওলানা সুলতান আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে শ্রেষ্ঠ সমবায়ী ৩জনকে পুরুস্কার প্রদাযন করা হয়।
উপস্থিত ছিলেন, প্রতিবন্ধী সাহায্য ও সেবা কেন্দ্রের অফিসার মুনসুর রহমান,আনসার ভিডিপি অফিয়সার মিলন দাস,সমবায় কার্যালয়ের সহকারি পরিদর্শক আরজিনা খাতুনসহ নিবন্ধিত সমবায় সমিতির সভাপতি-সম্পাদকসহ গনমাধ্যম কর্মীরা। এর আগে সম্মেলন কক্ষে জাতীয় সংবিধান দিবস উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়।
প্রিন্ট