রাজবাড়ী জেলার পাংশা উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে বুধবার (১ নভেম্বর) “স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় যুব দিবস-২০২৩ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে যুব র্যালী, আলোচনা ও যুবঋণের চেক বিতরণ করা হয়।
জানা যায়, বুধবার সকাল ১১টায় পাংশা উপজেলা পরিষদ চত্বর থেকে যুব র্যালী বের করা হয়। যুব র্যালী শেষে পাংশা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা ও যুবঋণের চেক বিতরণ করা হয়।
পাংশার এসিল্যান্ড ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদুর রহমান রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠানে “স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” প্রতিপাদ্য বিষয়ে পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ হাসান ওদুদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, পাংশা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ রতন কুমার ঘোষ প্রমূখ বক্তব্য রাখেন।
স্বাগত বক্তব্য রাখেন যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস।
অনুষ্ঠানে বিভিন্ন ট্রেডে ৭ জনের মাঝে ৫ লাখ ৮০ হাজার টাকার যুবঋণের চেক বিতরণ করা হয়। উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রিন্ট