দেশব্যাপী বিএনপি জামাতের তিন দিনব্যাপী রাজপথ, নৌপ্ রেলপথ অবরোধের প্রতিবাদে ফরিদপুর জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের উদ্যোগে টানা তৃতীয় দিনের কর্মসূচি অব্যাহত রয়েছে। এ সংবাদ লেখা পর্যন্ত কর্মসূচি চলছিল।
এর আগে আজ বৃহস্পতিবার সকালে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগের উদ্যোগে শহরের আলিপুরে অবস্থিত হাসিবুল হাসান লাভলু সড়কের নবনির্মিত আওয়ামী লীগ অফিস থেকে পিকআপে করে বিএনপি জামাতের অবরোধের প্রতিবাদে এক শোডাউন এর মাধ্যমে বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে।
এ সময় মিছিল থেকে বিএনপি জামাতের নাশকতা অগ্নিসংযোগ জ্বালাও পোড়াও এবং অবরোধ প্রতিরোধে নানাবিধ স্লোগান দেয়া হয়।
এরপর বেলা দেড়টার দিকে ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ এবং ছাত্রলীগের উদ্যোগে অবরোধের প্রতিবাদে মোটর মোটর বাইকের মাধ্যমে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে।
মিছিলটি শহরের আলিপুরে অবস্থিত হাসিবুল হাসান লাভলু সড়কে বাংলাদেশ আওয়ামী লীগ কার্যালয়ে এসে শেষ হয়।এসব মিছিল থেকে নেতৃবৃন্দ বিএনপি জামাত আহুত অবরোধের বিপক্ষে বিভিন্ন ধরনের স্লোগান দেন।
বক্তারা বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে । তখন বিএনপি জামাত হরতাল অবরোধ ডেকে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে।
এছাড়া জাতীয় শ্রমিক লীগ সহ বাংলাদেশ আওয়ামী লীগের অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ জেলা আওয়ামী লীগ অফিসে বিএনপি আহূ বা
ত অবরোধের বিপক্ষে বিভিন্ন ধরনের স্লোগান দেন।

প্রিন্ট