কুষ্টিয়ার খোকসায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। বুধবার উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর এর আয়োজনে সকাল ১১ টায় উপজেলা চত্বরে থেকে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয় র্যলিটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ শেষ উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা উপজেলা পরিষদ হল রুম আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতার।
উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান পুনম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা শাহানা বেগম, কৃষি অফিসার সবুজ কুমার সাহা, খোকসা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, উপজেলা শিল্পকলা একাডেমী সাধারণ সম্পাদক আরিফুল আলম তসর, খোকসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বদিউজ্জামান ।
এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ইউপি চেয়ারম্যান, যুব সংগঠনের প্রতিনিধি, যুব ও যুব মহিলা ও স্থানীয় সাংবাদিকগণ। পরে যুব ও যুব মহিলাদের মাঝে যুব ঋণের চেক ও প্রশিক্ষনের সার্টিফিকেট বিতরণ করা হয়।
প্রিন্ট