আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের লক্ষ্যে সারাদেশে বিএনপি-জামাতের ডাকা অবরোধের নামে সহিংসতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা যুবলীগ।
৩১ অক্টোবর, মঙ্গলবার সন্ধ্যায় দৌলতপুর উপজেলা যুবলীগের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
দৌলতপুর থানা বাজার থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলা বাজারসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে থানার সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
। সংক্ষিপ্ত সমাবেশে দৌলতপুর উপজেলা যুবলীগের সভাপতি বুলবুল আহমেদ টোকেন চৌধুরী বলেন, বিএনপি-জামাত একটি সন্ত্রাসী ও নৈরাজ্যবাদী সংগঠন। সারা দেশে তাদের চালানো তাণ্ডবই তার প্রমাণ। তাই এই সন্ত্রাসী দলকে আর কোনো রকম ছাড় দেওয়ার সুযোগ নেই। এখন থেকে তাদের সকল কর্মকাণ্ডকে রাজপথে থেকে কঠোরভাবে মোকাবেলা করবে দৌলতপুর উপজেলা যুবলীগ।
বিএনপি’র সন্ত্রাসীদের হাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও দেশের স্বাধীন গণমাধ্যম কর্মীদের ওপর যে নির্মম ও বর্বর হামলা চালানো হয়েছে তারও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে দৌলতপুর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রিন্ট