ঢাকায় ও কুষ্টিয়ায় সাংবাদিকদের ওপর হামলা এবং হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে।
মঙ্গলবার (৩০ অক্টোবর) দুপুর ১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের মহাসড়কে মানববন্ধন করে কুষ্টিয়ার সাংবাদিক ইউনিয়ন। এতে একাত্মতা ঘোষণা করে জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন।
কর্মসূচি থেকে ঢাকায় সাংবাদিকদের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবি জানানো হয়। সেই সঙ্গে পুলিশ নির্লিপ্ত না থেকে জেলায় সাংবাদিক নির্যাতন ও হুমকিতে জড়তি ব্যক্তিদের দ্রুত বিচারের মুখোমুখি করার আহ্বান জানানো হয়। না হলে কঠোর আন্দোলনের ঘোষণার হুঁশিয়ারি দেন সাংবাদিক নেতারা।
মানববন্ধনে বক্তব্য দেন কুষ্টিয়া প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রানা, সহ সভাপতি মিলন উল্লাহ ও শেখ হাসান বেলাল, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি জাহিদুজ্জামান, সাধারণ সম্পাদক শরীফ বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুর রহমান রিজু প্রমুখ।
বক্তারা বলেন, দেশে সাংবাদিকদের ওপর নির্যাতনের ঘটনা বেড়েই চলছে। পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বিভিন্ন সময় এ ধরনের হামলার বিচার না হওয়ায় ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। দোষীদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে সাংবাদিকরা নির্বিঘ্নে সংবাদ কাভার করতে পারেন।
প্রিন্ট