আইন শৃঙ্খলা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন সামনে নির্বাচন এই নির্বাচনকে সামনে রেখে একটি কুচক্রী মহল দেশের আইন শৃঙ্খলার অবনতি ঘটাতে ষরযন্ত্র করছে।
দিনে দুপুরে গাড়িতে অগ্নিসংযোগ করার পাশাপাশি নির্মমভাবে পুলিশকে হত্যা করেছে। আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকলে এই জামাত,শিবির বিএনপি দেশের আইন শৃঙ্খলার অবনতি ঘটাতে পারবেনা। সোমবার দুপুরে চরভদ্রাসন উপজেলা পরিষদ কনফারেন্স রুমে মাসিক আইন শৃঙ্খলা ও সমন্নয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
নিক্সন চৌধুরী বলেন শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলে আজ দেশের সকল স্তরে এতো উন্নয়ন। চরভদ্রাসনে নদী ভাঙন রোধে তিনশত কোটি টাকা ব্যায়ে কিছু অংশে স্থায়ী বাধ নির্মান হয়েছে। বাকী অংশেও ইনশাআল্লাহ বাধ নির্মান করা হবে। তিনি বলেন আমার নির্বাচনী এলাকায় তিনটি নতুন কমপ্লেক্স ভবন বরাদ্দ আনা হয়েছিল। আজ চরভদ্রাসনের উপজেলা পরিষদ প্রশাসনিক ভবনটি উদ্বোধন করা হলো।সদপুর ও ভাঙ্গার প্রশাসনিক ভবন খুব শীঘ্রই উদ্বোধন করা হবে। সভায় বাল্যবিয়ে ও মাদক প্রতিরোধে সংশ্লিষ্ট সকলকে কঠোর পদক্ষেপ গ্রহনের নির্দেশ দেন নিক্সন চৌধুরী।
এছাড়া সোমবার দেশের বিভিন্ন উপজেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করেন। ঐদিন চরভদ্রাসন উপজেলার হাজীডাঙ্গী স্থাপিত মডেল মসজিদ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিক্সন চৌধুরী। পরে ৩১ শয্যা হতে ৫০ শয্যায় উন্নীত চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর অপারেশন থিয়েটার,প্যাথলজিক্যাল ল্যাব ও ডিজিটাল এক্স-রে মেশিন উদ্বোধন করার পাশাপাশি উপজেলা পরিষদ প্রশাসনিক ভবনের শুভ উদ্বোধন করেন নিক্সন চৌধুরী।
উপজেলা নির্বাহী অফিসার মেহেদী মোর্শেদ এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কাউছার,ভাইস চেয়ারম্যান মোঃ মোতালেব হোসেন মোল্যা, নারী ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, থানা অফিসার ইনচার্জ মোঃ সেলিম রেজা, উপজেলা স্বাস্থ্য প:প: কর্মকর্তা ডা. হাফিজুর রহমান, সদর ইউপি চেয়ারম্যান মোঃ আজাদ খান, হরিরামপুর ইউপি চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর কবির, গাজিরটেক ইউপি চেয়ারম্যান মোঃ ইয়াকুব আলী, ঝাউকান্দা ইউপি চেয়ারম্যান মোঃ বদরুজ্জামান মৃধা, মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আনোয়ার আলী মোল্লা, মডেল মসজিদ নির্মানের ঠিকাদার মোঃ তারেক আহাম্মেদ, এমপি নিক্সন চৌধুরীর একান্ত সহকারী ও সদস্য জেলা যুবলীগ এ.কে.এম খায়রুল বাসার, যুবলীগ সভাপতি মাহফুজুর রহমান মুরাদ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।
প্রিন্ট