হাতিয়ায় নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ ধরার সময় ২টি বোট সহ ২৯ জন জেলেকে আটক করেছে হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা ও নৌপুলিশ হাতিয়া।
রবিবার নিঝুমদ্বীপের দক্ষিণে তিনচর নামক নদীতে মৎস্য আহরণের সময় নৌপুলিশের নিয়মিত টহল কালে দুইটি বোটের ২৯ জন (দুইজন নাবালক) জেলেকে আটক করা হয়। এসময় বোটে থাকা দুই শত কেজি মাছ ও ২ হাজার মিটার জাল আটক করা হয়।
পরে বিকেল সাড়ে তিনটায় নাগাদ বোট ও আটককৃত জেলেদেরকে তমরদ্দি কোস্টগার্ড জেটিতে নিয়ে আসা হয়। এখানে হাতিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া আক্তার লাকী এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম সারওয়ার ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ৫ (১) ধারায় ২৭ জনকে ৫০০০ টাকা করে এক লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।
আটককৃত মাছ গুলো হাতিয়া উপজেলা তিনটি এতিম খানাতে দান করা হয়। জব্দকৃত নৌকা ও জাল নিঝুমদ্বীপের ইউটি সদস্য কেফায়েত উদ্দিনের কাছে জিম্মায় রাখা হয়েছে।
হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা সাজু চৌধুরী এবিষয়ে বলেন, মা ইলিশ সংরক্ষণ অভিযানে আমাদের টহল অব্যাহত থাকবে।