রাজবাড়ী ২ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিম বলেছেন, শেখ হাসিনা ক্ষমতায় না থাকলে সব সুবিধা বন্ধ হয়ে যাবে। তাই শেখ হাসিনার উন্নয়নের ধারা ঠিক রাখতে নৌকায় ভোট দিন। তিনি আরো বলেন, বিএনপি যেনতেনভাবে ক্ষমতায় আসতে চায়। কিন্তু জনগন সে সুযোগ দিবে না।
জিল্লুল হাকিম বলেন, ফখরুল রাজাকারের বাচ্চা। ও বেশি লাফালাফি করছে। কিন্তু লাফালাফি করে লাভ নেই।
তিনি শুক্রবার বিকেলে রাজবাড়ীর সাওরাইল ইউনিয়নের কর্মী সমাবেশ ও উপকারভোগীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন।
বিকয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন সাওরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম আলী।
সভায় কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান গোবিন্দ কুমার কুন্ডু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতিউর রহমান নবাব, সাধারন সম্পাদক খাইরুল ইসলাম খায়ের, মৃগী ইউনিয়নের চেয়ারম্যান এম, এ মতিন প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রিন্ট