৯০ এর গণঅভ্যুত্থানের অন্যতম যোদ্ধা, বিএনপির যুগ্ম মহাসচিব এবং নরসিংদীর জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকনকে কারাগারে প্রেরণ করেছে আদালত।
নরসিংদীতে জোড়া খুনের মামলা ও রাজনৈতিক মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। গত (২৬ অক্টোবর) আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে প্রেরণ করা হয়।
জানা যায়, গত (২৫ অক্টোবর) রাত আনুমানিক দুইটার সময় ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাজধানীর সিপাহীবাগের নবীনবাগ কেন্ট রেস্টুরেন্ট ভবনে তার ভাইয়ের বাসা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ডিবির একটি টিম।
এ বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী ডিবির অফিসার ইনচার্জ (ওসি) খোকন চন্দ্র সরকার।
- আরও পড়ুনঃ দৌলতপুরে পদ্মানদী ভাঙ্গন রোধে মানববন্ধন
এদিকে খায়রুল কবির খোকনের গ্রেফতারের প্রতিবাদে নরসিংদী আদালত প্রাঙ্গণে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করে বিএনপির নেতা কর্মীরা।
তারা নিঃশর্তভাবে খায়রুল কবির খোকনের মুক্তি দাবি করেন।
প্রিন্ট