টাঙ্গাইলের নাগরপুরে হিন্দু ধর্মালম্বীদের ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা উপলক্ষে নাগরপুর উপজেলার ৩ টি ইউনিয়নে বিভিন্ন এলাকার পূজা মন্ডপ পরিদর্শন করেছেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য,বঙ্গবন্ধু স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের পরিচালক, বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর আইনজীবী খন্দকার রেজা-ই-রাকিব।
গতকাল সন্ধ্যায় পাকুটিয়া, মোকনা ও মামুদনগর ইউনিয়নের মোট ৬ টি পূজা মন্ডপ পরিদর্শন করে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় ও আর্থিক সহায়তা প্রদান করেন ব্যারিস্টার রাকিব। তিনি পুখুরিয়া, ঘাগড়া পালপাড়া, কেদারপুর গুহলী, মামুদনগর ইউনিয়ন পরিষদের মন্দির সহ ইউনিয়নের বিভিন্ন মন্দিরে গিয়ে সংশ্লিষ্ট পূজা কমিটির নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় করে সকল বিষয়ে খোঁজখবর নেন।
বিভিন্ন পূজা মন্ডপে শুভেচ্ছা বক্তব্যে তিনি বলেন,আগামী জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল ৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে আ.লীগ থেকে নৌকা প্রতীকে আমি মনোনয়ন প্রত্যাশী।বাংলাদেশে আ.লীগ সরকার ক্ষমতায় থাকলে প্রত্যেক ধর্মের মানুষ তার নিজ নিজ ধর্মের উৎসব গুলো ভালোভাবে উদযাপন করতে পারে। আমার নাগরপুরে সারা দেশের ন্যায় উৎসবমুখর পরিবেশে দূর্গাপূজা উদযাপন হচ্ছে।আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলে দেশের মানুষের জীবনে নিরাপত্তায় আছে।যার যার ধর্মের উৎসব সে সে উদযাপন করতে পারে নিশ্চিতে।
পূজা মন্ডপ পরিদর্শনে আরো উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা আ.লীগ কোষাধ্যক্ষ দিলীপ কুমার সাহা, মামুদনগর ইউপি চেয়ারম্যান মো. জজ কামাল, পাকুটিয়া ইউনিয়ন আ.লীগ সভাপতি মোঃ শামছুল আলম সরকার, সাধারণ সম্পাদক মো. শামীম খান, যুবলীগ সাংগঠনিক সম্পাদক মোঃ শামীম হোসেন সহ অন্যান্য নেতাকর্মী বৃন্দ এবং স্থানীয় ব্যক্তিবর্গ।
প্রিন্ট