সোমবার (১৬ অক্টোবর) পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এক চিঠিতে বিভাগীয় নিয়মশৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ড, অসদাচরণ ও দুনীর্তির দায়ে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ এর ১২(১) মোতাবেক চাকুরি হতে ওই ওসিকে সাময়িক বরখাস্তের আদেশ দেন।
এ ত্যথটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পুলিশ সুপার এস এম মুরাদ আলী।
উল্লেখ্য, গত দু’দিন আগে হবিগঞ্জের অলিপুরে প্রাণ আরএফএল গ্রুপের হবিগঞ্জ ইন্ডাষ্ট্রিয়াল পার্কের জনসংযোগ কর্মকর্তা সুমন সরকারের কাছে ওয়ার্ড অ্যাপের মাধ্যমে পূজা উদযাপন কমিটির নেতাদের আপ্যায়নের জন্য তিনশ প্লেইট কাচ্ছিবিরিয়ানী, ত্রিশ কেজি মিষ্টি, তিনশ’ প্যাকেট দই ও পাঁচশ বোতল পানি এবং ২৮ অক্টোবর কমিউনিটি পুলিশ ডে উপলক্ষে পাঁচশ প্যাকেট কাচ্চি বিবিয়ানী, মিষ্টি, দই, ফেস্টুন, মাইকিংসহ বিভিন্ন সামগ্রীর জন্য সাড়ে তিন লাখ টাকার মালামাল চেয়ে চিঠি দেন।
বিষয়টি সংবাদ মাধ্যমে প্রকাশ হলে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে পড়ে। এদিকে অভিযুক্ত ওসি নাজমুল হক কামাল এ ধরণের চিঠি দেননি এবং তার স্বাক্ষর এডিট করা হয়েছে বলে দাবি করেন।
প্রিন্ট