ফরিদপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক লিয়াকত হোসেনের ৩০ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল আজ সোমবার সন্ধ্যা সাতটায় ফরিদপুর প্রেসক্লাবের অ্যাডভোকেট শামসুদ্দিন মোল্লা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
ফরিদপুর প্রেসক্লাবের সিনিয়র সদস্য মফিজ ইমাম মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মরহুম লিয়াকত হোসেনের পুত্র ফরিদপুর প্রেসক্লাবের সদস্য সাংবাদিক সাজ্জাদ হোসেন রনি , ফরিদপুর প্রেসক্লাবের সদস্য শফিকুল ইসলাম মনি, পান্না বলা, নাজিম বাকাউল, আসাদুল হক, শেখ মনির হোসেন জাহিদুর রহমান ইভু প্রমুখ।
সভায় বক্তারা মরহুমের কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন।
এ সময় ফরিদপুর প্রেসক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের পরবর্তী পর্বে মরহুমের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
প্রিন্ট