কুষ্টিয়ার খোকসায় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর আয়োজনে এ উপলক্ষে উপজেলা চত্বর থেকে বর্ণনাঢ্য রেলি বের হয় র্যালিটি শহর ঘুরে উপজেলা চত্বরে শেষ হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতার।
উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শাহানা বেগম, উপজেলা প্রকল্প কর্মকর্তা মিলন চাকমা, খোকসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সুমন আহমেদ। পরে উপজেলা চত্বরে স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের নিয়ে হাত ধোয়া প্রদর্শন অনুষ্ঠিত হয়।
প্রিন্ট