গোপালগঞ্জের মুকসুদপুরে পাওনা ১ হাজার টাকা চাওয়া নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ৬ জন আহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে ৪ জন। তাদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (১১ অক্টোবর) বিকেলে উপজেলার খান্দারপাড়া ইউনিয়নের গোপ্তরগাতী গ্রামে এ ঘটনা ঘটে।
হাসপাতালে ভর্তি আহতরা হলেন- সুজন শিকদার (৩২), মেহেদি শিকদার (২৮), আসাদ শিকদার (৩০), পাচি বেগম (৩৫) ও ইমরান শেখ (৩৫)।
স্থানীয়রা জানায়, গোপ্তরগাতী গ্রামের লাক্ষু শেখ ও একই গ্রামের আনোয়ার শিকদারের ছেলেদের সাথে পাওনা ১ হাজার টাকা নিয়ে বাকবিতণ্ডা হয়। পরে তাদের মাঝে হাতাহাতির এক পর্যায়ে দু’পক্ষের মাঝে সংঘর্ষ লেগে যায়। এসময় একজনের হাতে, একজনের পায়ে এবং অন্য একজনের বুকে ঝুঁপি দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করে প্রতিপক্ষের লোকজন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় এখনও কোনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রিন্ট