ঢাকা , শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo গোদাগাড়ীতে ইউপি বিএনপি’র কর্মী সভা Logo চাঁদাবাজি ও দখলদারিত্ব বন্ধে কঠোর হুশিয়ারি রবি’র Logo তানোরে ব্র্যাকের বীজ ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ Logo রূপগঞ্জে সন্ত্রাস, মাদক, চাঁদাবাজ ও নৈরাজ্য প্রতিরোধ ও দ্রুত নির্বাচনের দাবিতে শান্তি সমাবেশ Logo ফরিদপুর জেলা খেলাঘরের উদ্যোগে তপন বোস স্মৃতি পদক ও গুণীজন সম্মাননা প্রদান Logo আমাদের পশ্চাদগামিতা অনিবার্য নয় কেন ? Logo মাথিন ট্রাজেডিঃ ভালোবাসার এক করুণ পরিণতি Logo পরিবেশের জন্যে ঝুঁকি পাটকাঠি ছাই মিল বন্ধের দাবীতে মধুখালীতে মানববন্ধন Logo কুষ্টিয়ায় জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবের আয়োজনে দোয়া ও আলোচনা সভা
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

কুমারখালীতে যুবককে পিটিয়ে হত্যা: স্ত্রী-শাশুড়ি কারাগারে

কুষ্টিয়ার কুমারখালীতে রুবেল নামের এক যুবককে হত্যার ঘটনায় স্ত্রী ও শাশুরিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ অক্টোবর) আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- নিহতের স্ত্রী মারজিয়া খাতুন ও শাশুড়ি মর্জিনা খাতুন।

 

এর আগে, গতকাল সোমবার রাতে নিহত রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন। মামলায় ছয়জনকে আসামি করা হয়েছে। নাম না জানা আসামি করা হয়েছে আরও পাঁচজনকে।

 

পুলিশের ভাষ্য, পারিবারিক কলহের জেরে শ্বশুর বাড়ির লোকজন রুবেলকে পিটিয়ে হত্যা করে। গতকাল রাতে মামলা হয়েছে। নিহতের স্ত্রী মারজিয়া খাতুন ও শাশুড়ি মর্জিনা খাতুনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাদের ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা হত্যায় দায় স্বীকার করেছেন বলে দাবি করেছে পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী জানায়, প্রায় দেড় বছর আগে উপজেলার শিলাইদহ ইউনিয়নের কল্যাণপুর গ্রামে মেজবার শেখের মেয়ে মার্জিয়ার সঙ্গে রুবেলের দ্বিতীয় বিয়ে হয়। গত রোববার রুবেলের স্ত্রী তার বাবার বাড়িতে একটি মৃত কন্যা সন্তানের জন্ম দেন। সন্ধ্যায় স্ত্রীর মেজো ভাই মিঠু শেখ রুবেলকে ফোনে তার স্ত্রীর অসুস্থতার কথা জানিয়ে ডেকে নিয়ে যান। পরের দিন সোমবার সকালে পুলিশ রুবেলের লাশ উদ্ধার করে।

 

মামলার বাদী রফিকুল ইসলাম বলেন, আমার ছেলেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করেছে শ্বশুর বাড়ির লোকজন। সঠিক বিচারের আশায় থানায় মামলা করেছি।

 

 

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আকিবুল ইসলাম জানান, থানায় মামলা হয়েছে। মামলার এজাহারে নিহতের স্ত্রী ও শাশুড়ির নাম থাকায় তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। পারিবারিক কলহের জেরে রুবেলকে পিটিয়ে হত্যা করা হয় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেন।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

গোদাগাড়ীতে ইউপি বিএনপি’র কর্মী সভা

error: Content is protected !!

কুমারখালীতে যুবককে পিটিয়ে হত্যা: স্ত্রী-শাশুড়ি কারাগারে

আপডেট টাইম : ০৪:২৩ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :

কুষ্টিয়ার কুমারখালীতে রুবেল নামের এক যুবককে হত্যার ঘটনায় স্ত্রী ও শাশুরিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ অক্টোবর) আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- নিহতের স্ত্রী মারজিয়া খাতুন ও শাশুড়ি মর্জিনা খাতুন।

 

এর আগে, গতকাল সোমবার রাতে নিহত রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন। মামলায় ছয়জনকে আসামি করা হয়েছে। নাম না জানা আসামি করা হয়েছে আরও পাঁচজনকে।

 

পুলিশের ভাষ্য, পারিবারিক কলহের জেরে শ্বশুর বাড়ির লোকজন রুবেলকে পিটিয়ে হত্যা করে। গতকাল রাতে মামলা হয়েছে। নিহতের স্ত্রী মারজিয়া খাতুন ও শাশুড়ি মর্জিনা খাতুনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাদের ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা হত্যায় দায় স্বীকার করেছেন বলে দাবি করেছে পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী জানায়, প্রায় দেড় বছর আগে উপজেলার শিলাইদহ ইউনিয়নের কল্যাণপুর গ্রামে মেজবার শেখের মেয়ে মার্জিয়ার সঙ্গে রুবেলের দ্বিতীয় বিয়ে হয়। গত রোববার রুবেলের স্ত্রী তার বাবার বাড়িতে একটি মৃত কন্যা সন্তানের জন্ম দেন। সন্ধ্যায় স্ত্রীর মেজো ভাই মিঠু শেখ রুবেলকে ফোনে তার স্ত্রীর অসুস্থতার কথা জানিয়ে ডেকে নিয়ে যান। পরের দিন সোমবার সকালে পুলিশ রুবেলের লাশ উদ্ধার করে।

 

মামলার বাদী রফিকুল ইসলাম বলেন, আমার ছেলেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করেছে শ্বশুর বাড়ির লোকজন। সঠিক বিচারের আশায় থানায় মামলা করেছি।

 

 

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আকিবুল ইসলাম জানান, থানায় মামলা হয়েছে। মামলার এজাহারে নিহতের স্ত্রী ও শাশুড়ির নাম থাকায় তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। পারিবারিক কলহের জেরে রুবেলকে পিটিয়ে হত্যা করা হয় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেন।


প্রিন্ট