জমি চাষের ডক্টর সোনালীকা ট্রাক্টর এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে মাগুরায় সোনালীকা ডে বার্ষিক সার্ভিস ও মতবিনিময় সভা ২০২৩ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার ১০ অক্টোবর দুপুর ১২ টার সময় মাগুরা সদর উপজেলার মঘী ইউনিয়নের বড়খড়ী এলাকায় এসিআই মটরস লিঃ কোম্পানির আয়োজনে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসিআই মটরস লিঃ সোনালীকা ডে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাউথ পাট এ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মোঃ আতিয়ার রহমান, সিনিয়র সার্ভিস ইঞ্জিনিয়ার সিফাত মঞ্জুর খান, এ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ঢাকা হেড জাহিদুজ্জামান রুবেল, রিকভারি টেরিটরি ম্যানেজার মোঃ মিলন খান, এ্যাসিস্ট্যান্ট টেরিটরি ম্যানেজার মোঃ তৌফিকুর রহমান, রিজিওনাল সেলস ম্যানেজার মোঃ ইফতেখার হোসেন ও টেরিটরি ম্যানেজার এরিয়া হেড মাগুরা মোঃ মাহাবুজ্জামান অভি।
এছাড়াও সোনালীকা ডে অনুষ্ঠানে এসিআই মটরস লিঃ সোনালীকা মটরস কোম্পানির ডিলার, কৃষক সদস্য বৃন্দগণ উপস্থিত ছিলেন। সোনালীকা ট্রাক্টর ক্রয় করে স্বাবলম্বী হয়েছেন হাসমত আলী, সুভেষ পাত্র। এসময় অনুষ্ঠানে তারা বেশ কয়েকজন জীবনের উন্নতি হওয়ার গল্প শোনান।
- আরও পড়ুনঃ ফরিদপুরে বাংলাদেশ রেলওয়ের দক্ষিণাঞ্চলের আঞ্চলিক সদর দপ্তর প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
এসিআই মটরস লিঃ কোম্পানির সাউথ পার্ট এ্যাসিস্ট্যান্ট মোঃ আতিয়ার রহমান বলেন, সোনালীকা ট্রাক্টর বাংলাদেশে সবচেয়ে বেশি বিক্রিত ট্রাক্টর এবছর ২৫ হাজার ট্রাক্টর বিক্রি হয়েছে যার শতকরা হিসাব ৬৫% এগিয়ে ও ফোটন পিকঅ্যাপ ট্রাক গত সেপ্টেম্বর মাসে ১২১ ইউনিট কর্মাশিয়াল মেগাখাতে বিক্রয় হয়।
অনুষ্ঠানের শেষে ডিলার ও কৃষকদের মাঝে পুরস্কার ও সার্টিফিকেট বিতরণ এবং মেলায় একটি সোনালীকা ট্রাক্টরের চাবি তুলে দেন অতিথি বৃন্দগণ।
প্রিন্ট