ওসি আনিচুর রহমানের আমন্ত্রণে গোপালগঞ্জ সদর থানায় সৌদি নাগরিক বন্দর এনার্জি আরশাই। এ উপলক্ষে গতকাল শনিবার (৭ অক্টোবর) সন্ধায় গোপালগঞ্জ থানায় আনন্দঘন মুহূর্তের সৃষ্টি হয়।
সৌদি নাগরিক থানায় আসার সাথে সাথে অফিসার ইনচার্জ মোহাম্মদ আনিচুর রহমান তাঁকে স্বাগত জানান। এসময় সৌদি নাগরিক বন্দর অফিসার ইনচার্জের সাথে শুভেচ্ছা এবং কুশল বিনিময় করেন।
অফিসার ইনচার্জের আমন্ত্রণে বন্দর এনার্জি আরশাই সহ তাঁর সাথে থানায় আসা ব্যক্তিগণ চা চক্রে অংশ নেন। এরপর তিনি বাংলাদেশ সফরের স্মৃতিকে ধরে রাখার জন্য অফিসার ইনচার্জের সাথে ছবি তোলার ইচ্ছা ব্যক্ত করেন। অফিসার ইনচার্জ তাঁর ইচ্ছাকে স্বাগত জানান। এরপর বন্দর এনার্জি আরশাই ওসি আনিচুর রহমানের সাথে ফটোসেশানে অংশ নেন।
বন্দর এনার্জি আরশাই অফিসার ইনচার্জের আতিথিয়তায় মুগ্ধ হয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এরপর তিনি অফিসার ইনচার্জকে তার দেশ (সৌদিআরব) যাওয়ার জন্য আমন্ত্রণ জানান।
উল্লেখ্য, সৌদি নাগরিক বন্দর এনার্জি আরশাই গত ২৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখে তার ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারী লালন শেখের ভাতিজার বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে সুদূর আরব দেশ থেকে বাংলাদেশের গোপালগঞ্জ জেলার কাজুলিয়া গ্ৰামে আসেন।
বিয়ের অনুষ্ঠানে আসা এই সৌদি নাগরিক বাংলাদেশের অপার সৌন্দর্য অবলোকনের জন্য বিভিন্ন এলাকা ঘুরে বেড়ান এবং আনন্দ উল্লাস করেন।
তিনি বাংলাদেশে এসে নাগরিকদের আতিথিয়তায় মুগ্ধ হওয়ার কথা দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার ব্যুরো চীফ মুন্সী সাদেকুর রহমান শাহীনের কাছে জানিয়েছেন।
তিনি আরো জানান, তাঁর এই সফরের অংশ হিসাবে গতকাল শনিবার (৭ অক্টোবর) সন্ধ্যায় গোপালগঞ্জ সদর থানায় সদালাপী ও মানবিক ওসি আনিচুর রহমানের আমন্ত্রণে এসেছিলেন বন্দর এনার্জি আরশাই।
গোপালগঞ্জ জেলার সচেতন মহল মনে করছেন, একজন সামান্য কর্মচারীর ভাতিজার বিয়ের অনুষ্ঠানে সৌদি ব্যবসায়ীর বাংলাদেশের গোপালগঞ্জে আসার ঘটনাটি সৌদিয়ানদের মানবিকতা ও আন্তরিকতার দৃষ্টান্ত। এ পৃথিবীতে এমন কিছু সম্পর্ক গড়ে উঠে যে সম্পর্ক অনেক সময় রক্তের সম্পর্কেও হার মানায়।
সৌদি নাগরিক বন্দর এনার্জি আরশাইয়ের আগামী ১০ অক্টোবর ২০২৩ তারিখে তার নিজ দেশ সৌদি আরব ফিরে যাওয়ার কথা রয়েছে।
প্রিন্ট