ফরিদপুরের মধুখালী উপজেলার পশ্চিম গাড়াখোলা নামক স্থানে শনিবার দিবাগত রাতে ঢাকা মাগুরা মহাসড়কের পাট বাজারের পাশে পূর্বাশা পরিবহন -ঢাকা মেট্রো ব ১৫-৪১০৭ বাসটি তীর্থ যাত্রীদের নিয়ে সীতাকুণ্ড থেকে ঝিনাইদহর দিকে যাওয়ার পথে রোড ডিভাইডার এর সাথে ধাক্কা লেগে বৈদ্যুতিক খুঁটির সাথে গাড়ি আটকে যায়।
এ সময় ঘটনাস্থলে একজন নিহত এবং তিনজন আহত হয়।
নিহত বাসের ড্রাইভার পল্লব ঘোষ (৪৫), পিতা- কানাই ঘোষ , সাং- বিষখালী বাজার, থানা-ঝিনাইদাহ সদর ,জেলা ঝিনাইদহ।
আহতরা হলেন সাগর আহমেদ (২২), পিতা- ইয়াকুব আলী ,সাং- শিবনগর, থানা- কালিগঞ্জ ,জেলা ঝিনাইদহ, পুশি রানী (৪০), স্বামী- অসীম কুমার, সাং- ভবানীপুর, থানা- হরিণাকন্ড, জেলা ঝিনাইদহ, বাসন্তী রানী (৫০), স্বামী- প্রদীপ কুমার, সাং- হরিনাকুণ্ড ,থানা- হরিণাকুণ্ড , জেলা ঝিনাইদাহ।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহতদেরকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরবর্তীতে মধুখালী থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন এসে রাস্তা থেকে গাড়ি সরিয়ে যান চলাচলা স্বাভাবিক রাখে এবং মৃত ড্রাইভার পল্লব এর লাশ হেফাজতে নিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রিন্ট