ঢাকা , সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

কুষ্টিয়ায় আরটিভি’র সাংবাদিক শেখ হাসান বেলাল’র উপর সন্ত্রাসী হামলা

কুষ্টিয়ায় কর্মরত বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির স্টাফ রিপোর্টার শেখ হাসান বেলাল’র (৪৫) ওপর সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। এতে তিনি গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার (৭ অক্টোবর) সকালে শহরের হাউজিং এস্টেটের নিশান মোড় এলাকায় এৎহামলার ঘটনাটি ঘটে। পরে প্রত্যক্ষদর্শীরা আহত সাংবাদিককে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

 

জানা গেছে, সকাল প্রায় সাড়ে ১০ টায় সাংবাদিক বেলাল হাউজিং এলাকা থেকে শহরের দিকে আসছিলেন। এ সময় নিশান মোড়ের কাছাকাছি পৌঁছামাত্র ৪/৫ জনের সন্ত্রাসীদল তাকে আক্রমণ করে। সন্ত্রাসীরা উপর্যুপরি তার মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে লোহার রড দিয়ে আঘাত করে। এতে তার মাথা ফেটে যায়। রক্তাক্ত ও জখম অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করানো হয়। এখন তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

 

কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতাসহ সাংবাদিক নেতারা আহত সাংবাদিককে দেখতে হাসপাতালে যান। ঘটনার খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। হামলার সঠিক কারণ পুলিশ এখনও জানাতে পারেনি। তবে হামলার ক্লু উদ্ধারে পুলিশ মাঠে নেমেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি। তবে হামলাকারীদের সনাক্ত করে আইনের আওতায় আনতে জোর চেষ্টা চলছে বলে জানান অতিরিক্ত পলিশ সুপার পলাশ কান্তি নাথ।

 

 

হামলার ঘটনায় কুষ্টিয়া প্রেস ক্লাব (কেপিসি) ও কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন।

কুষ্টিয়া ২৫০ বেড জেনারেল হাসপাতালের আরএমও ডাক্তার তাপস কুমার সরকার জানান, হাসপাতালে ভর্তি সাংবাদিক বেলালকে অবজারভেশনে রাখা হয়েছে।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

কুষ্টিয়ায় আরটিভি’র সাংবাদিক শেখ হাসান বেলাল’র উপর সন্ত্রাসী হামলা

আপডেট টাইম : ১১:৪১ অপরাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০২৩
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :

কুষ্টিয়ায় কর্মরত বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির স্টাফ রিপোর্টার শেখ হাসান বেলাল’র (৪৫) ওপর সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। এতে তিনি গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার (৭ অক্টোবর) সকালে শহরের হাউজিং এস্টেটের নিশান মোড় এলাকায় এৎহামলার ঘটনাটি ঘটে। পরে প্রত্যক্ষদর্শীরা আহত সাংবাদিককে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

 

জানা গেছে, সকাল প্রায় সাড়ে ১০ টায় সাংবাদিক বেলাল হাউজিং এলাকা থেকে শহরের দিকে আসছিলেন। এ সময় নিশান মোড়ের কাছাকাছি পৌঁছামাত্র ৪/৫ জনের সন্ত্রাসীদল তাকে আক্রমণ করে। সন্ত্রাসীরা উপর্যুপরি তার মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে লোহার রড দিয়ে আঘাত করে। এতে তার মাথা ফেটে যায়। রক্তাক্ত ও জখম অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করানো হয়। এখন তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

 

কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতাসহ সাংবাদিক নেতারা আহত সাংবাদিককে দেখতে হাসপাতালে যান। ঘটনার খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। হামলার সঠিক কারণ পুলিশ এখনও জানাতে পারেনি। তবে হামলার ক্লু উদ্ধারে পুলিশ মাঠে নেমেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি। তবে হামলাকারীদের সনাক্ত করে আইনের আওতায় আনতে জোর চেষ্টা চলছে বলে জানান অতিরিক্ত পলিশ সুপার পলাশ কান্তি নাথ।

 

 

হামলার ঘটনায় কুষ্টিয়া প্রেস ক্লাব (কেপিসি) ও কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন।

কুষ্টিয়া ২৫০ বেড জেনারেল হাসপাতালের আরএমও ডাক্তার তাপস কুমার সরকার জানান, হাসপাতালে ভর্তি সাংবাদিক বেলালকে অবজারভেশনে রাখা হয়েছে।


প্রিন্ট