কুষ্টিয়ার দৌলতপুরে দলবেঁধে মাদকসেবন অবস্থায় সাত যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের উপজেলা বাজার সংলগ্ন গোডাউন মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।
এ সময় আটককৃতদের কাছ থেকে ১০০ ট্যাপেন্টাডল ও ৫০ ইয়াবা জব্দ করা হয়। পুলিশের দাবি, আটককৃতরা সবাই মাদক ব্যবসায়ী। পাশাপাশি তারা নিজেরাও মাদকাসক্ত।
আটকৃতরা হলেন- দৌলতপুর উপজেলার বিলপাড়া গ্রামের রাকিব (৩২), বাজারপাড়া গ্রামের মিজানুর রহমান মিঠু (৪২), পূর্বপাড়া গ্রামের মেহেদী হাসান (২৪), এনামুল (৪৭), মানিকদিয়ার গ্রামের রবিউল ইসলাম (৪৬), স্বরুপপুর গ্রামের সোহাগ (২২) ও চক দৌলতপুর গ্রামের আশরাফুল ইসলাম (৪০)।
এ বিষয়ে দৌলতপুর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা বাজার সংলগ্ন গোডাউন মোড় এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় মাদক সেবনরত অবস্থায় তাদেরকে হাতেনাতে আটক করা হয়। আটককৃত সবাই চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। আজ তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
প্রিন্ট