ঢাকা , সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সংবাদ সম্মেলনে মাধ্যমে নির্বাচনে প্রার্থিতা বর্জনের ঘোষণা দিলেন সালথা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী অহিদুজ্জামান Logo ফরিদপুরে প্রভু জগৎবন্ধু সুন্দরের ১৫৪ তম শুভ আবির্ভাব উৎসব শ্রীধাম শ্রী অঙ্গনে ভক্তবৃন্দের ঢল Logo নির্বাচন থেকে সরে দাঁড়ালেন চেয়ারম্যান প্রার্থী মিলন মৃধা Logo ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবীতে লন্ডনে যুদ্ধবিরোধী বিক্ষোভ অব্যাহত Logo মোহনপুরে অর্ধশতাধিক পয়েন্টে অবৈধ পুকুর খনন ও মাটি বানিজ্যে Logo কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর খানকে শোকজ Logo সদরপুরে উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo মোঃ ইমান আলী মোল্লাকে ফুলের শুভেচ্ছা প্রদান করল জাতীয় শ্রমিক লীগ Logo রাজশাহীতে এক দশকের মধ্যে সর্বোচ্চ ধান উৎপাদন Logo ফরিদপুরের চর মাধবদিয়া ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

কুষ্টিয়ায় বছরের সেরা বৃষ্টিপাতের খবর

ভারী বৃষ্টিপাতের কারণে কুষ্টিয়ার জনজীবন স্থবির হয়ে পড়েছে। বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিকাল ৩টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় জেলায় ১১৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যেটি চলতি বছরের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড।

 

কুষ্টিয়ার কুমারখালী আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গতকাল বুধবার বিকাল ৩টা থেকে বৃহস্পতিবার বিকাল ৩টা পর্যন্ত জেলায় এই বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

 

এদিকে অব্যাহত বৃষ্টির কারণে চলতি মৌসুমে আগাম শীতে ফসলের ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা। বিপাকে পড়েছে গবাদিপশু পালনকারীরাও।

 

স্থানীয় আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, গত ৪/৫ দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। কখনও হালকা আবার কখনও মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে। একনাগাড়ে বৃষ্টির কারণে জনজীবনে ব্যাপক ভোগান্তির সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে বিভিন্ন এলাকার রাস্তা তলিয়ে গেছে। যার ফলে ভোগান্তিতে পড়েছেন স্কুল, কলেজ ও অফিসগামীসহ সাধারণ খেটে খাওয়া মানুষরা।

 

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা আদাবাড়ীয়া ইউনিয়নের টমেটোচাষি ওয়ারেস আলি জানান, তার তিন বিঘা টমেটোক্ষেত পানির নিচে তলিয়ে গেছে, এভাবে বৃষ্টি হতে থাকলে পুরো ক্ষেতের গাছ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

 

একই এলাকার দুখু মিয়া নামের আরেক কলাচাষি জানান, পুরো কলাক্ষেত পানিতে ডুবে গেছে। দ্রুত যদি পানি নিষ্কাশন না হয় তবে পুরো ক্ষেতের কলা নষ্ট হওয়ার সম্ভবনা রয়েছে।

 

আশিক নামের এক নবম শ্রেণির এক শিক্ষার্থী জানান, বৃষ্টির কারণে ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিত কম থাকে।

 

স্থানীয় মিরপুর পৌরসভার সুলতানাপুর গ্রামের আমিনুল ইসলাম বলেন, ‘টানা বৃষ্টির কারণে বাড়ির ভেতর পর্যন্ত পানিতে তলিয়ে গেছে। গত রাত থেকে গবাদিপশুগুলোও বেশ কষ্টের মধ্যে আছে।’

 

মিরপুর বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী ইমান আলী বলেন, ‘বৃষ্টির কারণে ব্যবসা-বাণিজ্য নেই বললেই চলে। মানুষ প্রয়োজন ছাড়া বের হচ্ছে না। বৃষ্টির কারণে আমাদের মতো ছোট ব্যবসায়ীদের ব্যাপক ক্ষতি হচ্ছে।’

 

 

কুষ্টিয়ার কুমারখালী আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বাবলুর রহমান বলেন, ‘বৃহস্পতিবার বিকাল ৩টা পর্যন্ত কুষ্টিয়া জেলায় ১১৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যেটি চলতি বছরের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড। শুক্রবার পর্যন্ত এই বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। তবে শনিবার রোদের দেখা মিলতে পারে।’

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

সংবাদ সম্মেলনে মাধ্যমে নির্বাচনে প্রার্থিতা বর্জনের ঘোষণা দিলেন সালথা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী অহিদুজ্জামান

error: Content is protected !!

কুষ্টিয়ায় বছরের সেরা বৃষ্টিপাতের খবর

আপডেট টাইম : ১১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩

ভারী বৃষ্টিপাতের কারণে কুষ্টিয়ার জনজীবন স্থবির হয়ে পড়েছে। বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিকাল ৩টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় জেলায় ১১৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যেটি চলতি বছরের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড।

 

কুষ্টিয়ার কুমারখালী আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গতকাল বুধবার বিকাল ৩টা থেকে বৃহস্পতিবার বিকাল ৩টা পর্যন্ত জেলায় এই বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

 

এদিকে অব্যাহত বৃষ্টির কারণে চলতি মৌসুমে আগাম শীতে ফসলের ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা। বিপাকে পড়েছে গবাদিপশু পালনকারীরাও।

 

স্থানীয় আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, গত ৪/৫ দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। কখনও হালকা আবার কখনও মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে। একনাগাড়ে বৃষ্টির কারণে জনজীবনে ব্যাপক ভোগান্তির সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে বিভিন্ন এলাকার রাস্তা তলিয়ে গেছে। যার ফলে ভোগান্তিতে পড়েছেন স্কুল, কলেজ ও অফিসগামীসহ সাধারণ খেটে খাওয়া মানুষরা।

 

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা আদাবাড়ীয়া ইউনিয়নের টমেটোচাষি ওয়ারেস আলি জানান, তার তিন বিঘা টমেটোক্ষেত পানির নিচে তলিয়ে গেছে, এভাবে বৃষ্টি হতে থাকলে পুরো ক্ষেতের গাছ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

 

একই এলাকার দুখু মিয়া নামের আরেক কলাচাষি জানান, পুরো কলাক্ষেত পানিতে ডুবে গেছে। দ্রুত যদি পানি নিষ্কাশন না হয় তবে পুরো ক্ষেতের কলা নষ্ট হওয়ার সম্ভবনা রয়েছে।

 

আশিক নামের এক নবম শ্রেণির এক শিক্ষার্থী জানান, বৃষ্টির কারণে ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিত কম থাকে।

 

স্থানীয় মিরপুর পৌরসভার সুলতানাপুর গ্রামের আমিনুল ইসলাম বলেন, ‘টানা বৃষ্টির কারণে বাড়ির ভেতর পর্যন্ত পানিতে তলিয়ে গেছে। গত রাত থেকে গবাদিপশুগুলোও বেশ কষ্টের মধ্যে আছে।’

 

মিরপুর বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী ইমান আলী বলেন, ‘বৃষ্টির কারণে ব্যবসা-বাণিজ্য নেই বললেই চলে। মানুষ প্রয়োজন ছাড়া বের হচ্ছে না। বৃষ্টির কারণে আমাদের মতো ছোট ব্যবসায়ীদের ব্যাপক ক্ষতি হচ্ছে।’

 

 

কুষ্টিয়ার কুমারখালী আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বাবলুর রহমান বলেন, ‘বৃহস্পতিবার বিকাল ৩টা পর্যন্ত কুষ্টিয়া জেলায় ১১৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যেটি চলতি বছরের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড। শুক্রবার পর্যন্ত এই বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। তবে শনিবার রোদের দেখা মিলতে পারে।’