ফরিদপুরের সদরপুরে মা ইলিশ সংরক্ষণে সচেতনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে আজ মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান মাহমুদ রাসেল এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভার প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ওমর ফয়সাল, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান শিকদার, সদরপুর থানা ওসি (তদন্ত) মোঃ আনিসুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, জেলে সম্প্রদায়ের লোকজন, শিক্ষক, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন। ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে আগামী ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর ২০২৩ (২৭ আশ্বিন থেকে ১৭ কার্তিক ১৪৩০) পর্যন্ত মোট ২২ দিন সারাদেশে ইলিশ মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। সভায় উক্ত সময় ইলিশ মাছ পরিবহণ, ক্রয়-বিক্রয়, মজুত ও বিনিময় না করা এবং মা ইলিশ সংরক্ষণ করবার জন্য সমাজের সকল মহলের প্রতি আহ্বান জানানো হয়েছে।
প্রিন্ট