নড়াইলে সমাজসেবা অধিদপ্তর থেকে প্রদত্ত ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
রবিবার ২৪সেপ্টেম্বর ২০২৩ নড়াইল সদর উপজেলা সমাজসেবা কার্যালয়, নড়াইলের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ চেক বিতরণ করা হয়।
সদর উপজেলার ৭১ জন রোগীর মাঝে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ৩৫ লক্ষ ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়। চেক বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা ।
জেলা প্রশাসক মোহম্মদ আশফাকুল হক চৌধুরী এর সভাপতিত্বে সিভিল সার্জন ডাঃ সাজেদা বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) শাশ্বতী শীল, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রতন কুমার হালদার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা উত্তম সরকার, সরকারি কর্মকর্তা, সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি,সুশীল সমাজের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ চেকপ্রাপ্তরা এ সময় উপস্থিত ছিলেন।
প্রিন্ট