রবিবার রাজবাড়ীর কালুখালী উপজেলায় কমিউনিটি পুলিশিং সভা ও হ্যালো এইচ পি অ্যাপস ইনষ্টলেশন সম্পন্ন হয়েছে।
কালুখালীর পাংশা হাইওয়ে থানা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কমিউনিটি পুলিশিং সভার সভাপতিত্ব করেন হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মদাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মজনু। এতে বিশেষ অতিথি হিসেবে হাইওয়ে পুলিশের হেড কোয়ার্টারের প্রতিনিধি এমদাদুল হক, সার্জেন্ট মাহমুদুন্নবী,এসআই হাসানুজ্জামান, এটি এসআই সিরাজুল ইসলাম, কমিউনিটি পুলিশিং এর সহসভাপতি সাইদুল হক প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে মদাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মজনু হ্যালো এইচপি অ্যাপস ইনস্টলেশন ক্যাম্পেইন কার্যক্রম উদ্বোধন ঘোষনা করেন।
প্রিন্ট