বরগুনার আমতলীতে জমিজমা নিয়ে বিরোধকে কেন্দ্র করে ছোট ভাই ও ভাইঝিকে মারধর করে আহত করেছে চাওড়া ইউনিয়নের রশিদ তালুকদারের ছেলে ফারুক তালুকদার ও তার পুত্র সাকিব।
জানা গেছে, উপজেলার চাওড়া ইউনিয়নের বেতমোর গ্রামে রশিদ তালুকদারের ছেলেদের মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন বিরোধ চলছে। ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১১ টার দিকে রশিদ তালুকদারের ছেলে এনামুল তালুকদার বাড়ির চলাচল রাস্তার পাশে গাছ লাগানো ও বাড়ি আঙ্গিনায় বেড়া দিতে গেলে তার বড় ভাই ফারুক তালুকদার এসে মারধর করেন এবং ঘর ভাঙচুর করেন। এতে এনামুল তালুকদার (৩৮) ও তার মেয়ে জান্নাতি (১৪) আহত হয়।
এবিষয়ে এনামুল তালুকদার বলেন, বাড়ির ভিতর বাহিরের গরু ছাগলের অত্যাচার ঠেকাতে চারপাশ বেড়া দিতে গেলে আমার ভাই অকথ্য ভাষায় গালিগালাজ করে এবার মারধর করে। এছাড়া আমার মেয়ে হাতে লাঠি দিয়ে আঘাত করে। আমার ভাঙচুর করে।
এ বিষয়ে ভুক্তভোগী ফারুক তালুকদার মারামারি ও ভাঙচুরের কথা অস্বীকার করে বলেন আমি কোন মারধর ও ভাঙচুর করিনাই উল্টো আমাকে আঘাত করেছে।
এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাখয়াত হোসেন তপু বলেন, অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।
প্রিন্ট