ঢাকা , বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo গোপালগঞ্জে সড়কের মরা গাছ এখন মরণ ফাঁদ Logo দিনাজপুরে ৬০০ পিচ ইয়াবা সহ ২ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার Logo বাঘায় বিদুৎস্পর্শে এক নারীর মৃত্যু ! Logo কুষ্টিয়ায় সন্তান হত্যার হুমকি দিয়ে ভাবিকে ধর্ষণ, কারাগারে দেবর Logo ভেড়ামারায় সেনাবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার Logo যশোরে ভালো কাজে পুরস্কৃত হলেন পুলিশ সদস্য সোহেল রানা Logo নলছিটিতে মা-ছেলের ইসলাম ধর্ম গ্রহণ Logo দিনাজপুরে বড়পুকুরিয়া কয়লা খনির ভূ-গর্ভে চিনা কর্মকর্তা নিহত Logo ওরছে হাফেজ ক্বারী সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ রহঃ ও শোহাদায়ে কারবালা স্মরণে মিলাদ মাহফিল Logo মহম্মদপুরে পেঁয়াজ সংরক্ষণে জন্য কৃষকদের মাঝে এয়ার-ফ্লো মেশিন বিতরণ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

 হাসপাতালে ভর্তি, থানায় মামলা

পাংশার কশবামাজাইল ইউপিতে সন্ত্রাসী হামলায় আহত ২

পাংশার কশবামাজাইল ইউপির ডেমনামারা গ্রামে গত সোমবার দিবাগত রাতে সন্ত্রাসী হামলায় আহত সুজন মন্ডল ও আকিদুল ইসলামকে পাংশা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কশবামাজাইল ইউপির ডেমনামারা গ্রামে সন্ত্রাসী হামলায় আহত সুজন মন্ডল (২৩) ও আকিদুল ইসলাম (২৫) কে পাংশা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত সোমবার ১২এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে কশবামাজাইল নতুন বাজার থেকে নিজ বাড়ীতে ফেরার পথে বাড়ীর অদূরে মুকুল মন্ডলের বাড়ীর সামনে পাকারাস্তার উপর সন্ত্রাসী হামলার শিকার হন তারা।

আহত আকিদুল ইসলাম ডেমনামারা গ্রামের উজ্জল মন্ডলের ছেলে এবং সুজন মন্ডল একই গ্রামের আতাহার হোসেন মন্ডলের ছেলে। এ ঘটনায় পাংশা মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

মামলায় ডেমনামারা গ্রামের মনোয়ার হোসেন (২২), পিতা আমজাদ মিয়া, স্বপন বিশ্বাস (২১) ও দিপু বিশ্বাস (১৮) উভয় পিতা মোসলেম বিশ্বাস, ওহিদুল মন্ডল (৩০) পিতা মৃত আব্দুর রহমান, মিলন মন্ডল (২৮) পিতা নূর মোহাম্মদ, শাহিন মন্ডল (২২) পিতা হিম্বাত মন্ডলকে এজাহারনামীয়সহ আরও অজ্ঞাতনামা ৩/৪ জনকে আসামী করা হয়েছে।

পাংশা হাসপাতালে চিকিৎসাধীন আকিদুল ইসলাম বলেন, কশবামাজাইল নতুন বাজারে তার আত্মীয় মতিয়ার রহমানের মুদিখানা দোকানের হালখাতায় তারা সহযোগিতা করে। হালখাতার হিসাব নিকাশ বুঝে দিয়ে বন্ধু সুজন মন্ডলের সাথে তারা দু’জন হেঁটে বাড়ী ফিরছিলেন।

বাড়ীর অদূরে ওৎপেতে থাকা সন্ত্রাসীরা পথরোধ করে হত্যার উদ্দেশ্যে তাদের উপর হামলা হালায়। তাদের হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থানে ফোলা জখম হয়েছে।

এ ঘটনায় আহত সুজন মন্ডলের পিতা আতাহার হোসেন মন্ডল বাদী হয়ে পাংশা মডেল থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং ১০, তারিখ ১৩/০৪/২০২১ খ্রি.। ধারা- ১৪৩/৩৪১/৩২৩/৩২৫/৩০৭/৩৭৯/৫০৬(২)/১১৪ পেনাল কোড-১৮৬০।



প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে সড়কের মরা গাছ এখন মরণ ফাঁদ

error: Content is protected !!

 হাসপাতালে ভর্তি, থানায় মামলা

পাংশার কশবামাজাইল ইউপিতে সন্ত্রাসী হামলায় আহত ২

আপডেট টাইম : ০৫:৩২ অপরাহ্ন, বুধবার, ১৪ এপ্রিল ২০২১
মোঃ মোক্তার হোসেন, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধিঃ :

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কশবামাজাইল ইউপির ডেমনামারা গ্রামে সন্ত্রাসী হামলায় আহত সুজন মন্ডল (২৩) ও আকিদুল ইসলাম (২৫) কে পাংশা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত সোমবার ১২এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে কশবামাজাইল নতুন বাজার থেকে নিজ বাড়ীতে ফেরার পথে বাড়ীর অদূরে মুকুল মন্ডলের বাড়ীর সামনে পাকারাস্তার উপর সন্ত্রাসী হামলার শিকার হন তারা।

আহত আকিদুল ইসলাম ডেমনামারা গ্রামের উজ্জল মন্ডলের ছেলে এবং সুজন মন্ডল একই গ্রামের আতাহার হোসেন মন্ডলের ছেলে। এ ঘটনায় পাংশা মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

মামলায় ডেমনামারা গ্রামের মনোয়ার হোসেন (২২), পিতা আমজাদ মিয়া, স্বপন বিশ্বাস (২১) ও দিপু বিশ্বাস (১৮) উভয় পিতা মোসলেম বিশ্বাস, ওহিদুল মন্ডল (৩০) পিতা মৃত আব্দুর রহমান, মিলন মন্ডল (২৮) পিতা নূর মোহাম্মদ, শাহিন মন্ডল (২২) পিতা হিম্বাত মন্ডলকে এজাহারনামীয়সহ আরও অজ্ঞাতনামা ৩/৪ জনকে আসামী করা হয়েছে।

পাংশা হাসপাতালে চিকিৎসাধীন আকিদুল ইসলাম বলেন, কশবামাজাইল নতুন বাজারে তার আত্মীয় মতিয়ার রহমানের মুদিখানা দোকানের হালখাতায় তারা সহযোগিতা করে। হালখাতার হিসাব নিকাশ বুঝে দিয়ে বন্ধু সুজন মন্ডলের সাথে তারা দু’জন হেঁটে বাড়ী ফিরছিলেন।

বাড়ীর অদূরে ওৎপেতে থাকা সন্ত্রাসীরা পথরোধ করে হত্যার উদ্দেশ্যে তাদের উপর হামলা হালায়। তাদের হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থানে ফোলা জখম হয়েছে।

এ ঘটনায় আহত সুজন মন্ডলের পিতা আতাহার হোসেন মন্ডল বাদী হয়ে পাংশা মডেল থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং ১০, তারিখ ১৩/০৪/২০২১ খ্রি.। ধারা- ১৪৩/৩৪১/৩২৩/৩২৫/৩০৭/৩৭৯/৫০৬(২)/১১৪ পেনাল কোড-১৮৬০।



প্রিন্ট