বাড়তে থাকা মহামারি করোনাভাইরাসের ভয়ঙ্কর পরিস্থিতি সামাল দিতে, আবারও সারাদেশে দ্বিতীয় দফায় ৭ দিনের লকডাউন দিয়েছে সরকার। তারই ধারাবাহিকতায় ফরিদপুরের সদরপুর উপজেলা প্রশাসন ও পুলিশবাহিনী লকডাউন বাস্তবায়নে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে।
গতকাল বুধবার উপজেলার বিভিন্ন এলাকায় করোনাভাইরাস সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি পালন সহ সরকারি আইন অমান্য করে দোকান খোলা রাখায় অভিযান পরিচালনা করা হয়।
এ অভিযানপরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সজল চন্দ্রশীল। এ সময় উপজেলার বিভিন্ন হাট বাজার, রাস্তাঘাটে জনসাধরনকে সচেতন এবং বিনাপ্রয়োজনে ঘরের বাইরে বের না হতে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করা হয়।
অপরদিকে গতকাল বুধবার উপজেলার প্রধান ব্যবসা কেন্দ্র হাট কৃষ্ণপুরে লকডাউন মানা হয়নি। সপ্তাহের অন্যান্য হাটের মতো গতকালও ছিল জনগণের ব্যাপক উপস্থিতি। ছিলনা লকডাউন মানার বাধ্যবাধকতা। দুপুরের পর প্রশাসনের লোকজন গিয়ে লকডাউন কার্যকর করে।
এ সময় হ্যান্ডমাইক দিয়ে জনগণকে করোনাভাইরাস (কোভিড-১৯)মহামারি থেকে বাঁচার উপয়ে মাক্স পরা ও জরুরী ভিত্তিতে সামাজিক দূরত্ব বজায় রেখে দৈনন্দিন চলাফেরা করার আহবান জানানো হয়।
লকডাউনে দূরপাল্লার কোন যানবাহন সদরপুরে আসেনি এবং সদরপুর থেকে দেশের কোন স্থানে ছেড়ে যায়নি।
প্রিন্ট