মনোহরদীতে কমিউনিটি ক্লিনিকে কর্মরত মাল্টিপারপাস হেলথ ভলান্টিয়ারদের (এমএইচভি) সার্বিক কার্যক্রম বন্ধ ঘোষণার প্রতিবাদে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন। বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মাল্টিপারপাস হেলথ ভলান্টিয়ার এসোসিয়েশনের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে প্রায় দেড় শতাধিক এমএইচভি কর্মীরা অংশ গ্রহণ করেন।
এসময় বক্তব্য রাখেন মাল্টিপারপাস হেলথ ভলান্টিয়ারের, আমজাদ হোসেন, কাউসার মিয়া, সুমাইয়া আক্তার, সোহেল মিয়া প্রমুখ। বক্তরা তাদের বক্তব্যে বলেন, কমিউনিটি বেইজড হেলথ কেয়ার (সিবিএইচসি) অপারেশনাল প্লানের আওতায় সারাদেশে ১০৭টি উপজেলার কমিউনিটি ক্লিনিকে ২১ হাজার মাল্টিপারপাস হেলথ ভলান্টিয়ার (এমএইচভি) মাঠ পর্যায়ে কর্মরত কর্মী আছেন।
তারা গ্রামের প্রত্যন্ত অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে আসছে। তাছাড়া উঠান বৈঠকের মাধ্যমে স্বাস্থ্য শিক্ষা দিয়ে জনগণকে সচেতন করেন। যক্ষা ও ইপিআই ক্যাম্প পরিচালনায় দায়িত্ব পালন করতে হয়, এমএইচভিদের।
কিন্তু সিবিএইচসি কর্তৃক এমএইচভি সংক্রান্ত সার্বিক কার্যক্রম বন্ধ
ঘোষণা করা হয়েছে।
- আরও পড়ুনঃ কুষ্টিয়ায় ৫ পশুখাদ্য ব্যবসায়ীকে জরিমানা
জানা যায় সাস্থ্য মন্ত্রণালয় থেকে পহেলা আগস্ট ডাঃ মোঃ কাইয়ুম তালুকদার লাইন ডাইরেক্টর, কমিউনিটি বেইজড হেলথ কেয়ার ও কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট সাক্ষরীত একটি বিজ্ঞপ্তিতে আদেশ জারি করেন।
অবশেষে মানববন্ধনে বক্তারা কমিউনিটি ক্লিনিকের সকল কার্যক্রম পুনরায় চালু করার দাবি জানান। গন প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে।
প্রিন্ট