কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় বিনা লাইসেন্সে পশু খাদ্য বিক্রয়ের অভিযোগে ৫ জন পশুখাদ্য ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার সকাল ১০ টা থেকে উপজেলার আল্লারদর্গা বাজার, তারাগুনিয়া, চকদিয়াড় বাজার এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যামান আদালত পরিচালনা করেন, সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. শাহীদুল ইসলাম।
ভ্রাম্যামান আদালত সুত্র জানায়, উপজেলার আল্লারদর্গা বাজার, চকদিয়াড় বাজার,গঙ্গারামপুর বাজার ও তারাগুনিয়া বাজারের ৫ জন পশুখাদ্য ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ -এর ৫৩ ধারা মতে বিনা লাইসেন্সে পশুখাদ্য বিক্রয়ের অপরাধে নয় হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এ সময় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মাহমুদুল ইসলাম সহ আইনশৃখলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মাহমুদুল ইসলাম জানান, এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
প্রিন্ট