ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে দুই দফা দাবিতে অবস্থান ধর্মঘট কর্মসূচি শুরু হয়েছে । রাজেন্দ্র কলেজের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে (সারেঊন) এর ব্যানারে কর্মসূচির অনুষ্ঠিত হয়।
রাজেন্দ্র কলেজ ক্যান্টিন নির্মাণ ও সুপেয় পানির জন্য বুধবার সকাল থেকেই শহরের রাজেন্দ্র কলেজ ডিগ্রী শাখায় অনশন করে শিক্ষার্থীরা।
এ ব্যাপারে অবস্থান ধর্মঘটে অংশগ্রহণ করা শিক্ষার্থী সারেউর রহমান জানান আমাদের এখানে সুপেয় পানির ব্যবস্থা না থাকার কারণে মারাত্মক সমস্যা পড়তে হয়। এছাড়া এখানে কোন ক্যান্টিন না থাকার কারণে বাইরে থেকে খাবার কিনে খেতে হয় । সেগুলো মানসম্মত না থাকার ফলে আমাদের অনেক শিক্ষার্থীকেই পেটের পীড়ায় আক্রান্ত হতে হয়। ইতিমধ্যে আমরা এর পূর্বে এই দুই সমস্যা কলেজ কর্তৃপক্ষকে জানালে ও তারা কোনো ব্যবস্থা না নেবার কারণে আমরা বাধ্য হয়ে আজকে অবস্থান ধর্মঘটে বসেছি ।
- আরও পড়ুনঃ নলছিটিতে ভোটার হতে এসে রোহিঙ্গা যুবক আটক
আমরা কলেজের শিক্ষকদের সাথে কথা বলবো যদি এ সমস্যার সমাধান করা না হয়, তাহলে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে পরবর্তী কর্মসূচি ঘোষণা করব ।
এ সময় কর্মসূচিতে উপস্থিত ছিলেন কলেজের শিক্ষার্থী আরহাব শান্ত, তুরাজ, আবিদ জামান, তামিম জাহান প্রমূখ।
প্রিন্ট