ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নাটোর শ্মশানে তরুন হত্যার ঘটনায় সবুজ নামে এক যুবক চট্রগ্রাম থেকে গ্রেফতার Logo বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ডেনমার্ক আ.লীগের আলোচনা সভা Logo গোপালগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের বার্ষিক আনন্দ ভ্রমণ শুরু Logo মুকসুদপুরে ৩ ঘন্টা ব্যাপী বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত-২০ Logo বোয়ালমারীতে সিঙারা খেয়ে টাকা না দেয়ায় সংঘর্ষে আহত ১৫ Logo কুষ্টিয়ায় সাদপন্থিদের নিষিদ্ধের দাবিতে হেফাজতের বিক্ষোভ Logo গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে রুগ্ন গরু বিতরণের অভিযোগ Logo রিক্সা প্রতীকের পক্ষে সমর্থন চাইলেন ফরিদপুর-৪ আসনের প্রার্থী মাওলানা মিজান মোল্লা Logo নাটোরের সিংড়ায় আগুনে পুড়ে নিঃস্ব পরিবার কে ইউএনও দিলেন সহায়তা Logo সিংড়ায় পুর্ববাংলা সর্বহারা পার্টির পোষ্টারিং
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

লিসবনে প্রবাসীদের সাথে পর্তুগীজ ইয়ং সোসালিষ্ট পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত

পর্তুগালের লিসবনে বসবাসরত প্রবাসী বাংলাদেশি নতুন প্রজন্মের সাথে পর্তুগালের ক্ষমতাসীন দল সোসালিষ্ট পার্টির (পিএস) যুব শাখা ইয়ং সোসালিষ্টের সাথে মতবিনিময় ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে।

 

প্রবাসী বাংলাদেশী তরুণ সাজিন আহমেদ কৌশিকের নেতৃত্বে পর্তুগালে বেড়ে উঠা নতুন প্রজন্মের একঝাঁক বাংলাদেশী পর্তুগালের মূলধারার রাজনীতির এই যুব দলে যোগদান উপলক্ষে আয়োজন করা হয়। উল্লেখ্য, ১৬ থেকে ২৯ বছর বয়সের পর্তুগীজ নাগরিক বা পর্তুগালে বৈধভাবে বসবাসকারী বিদেশী যেকোন নাগরিকগন এই দলে অন্তভূক্ত হতে পারে।

সাজিন আহমেদ কৌশিকের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেদ্রো আনাস্তাসিও (এমপি) লিসবন অঞ্চলের সমাজতান্ত্রিক যুব দলের (জেএস) সভাপতি, বিশেষ অতিথি হিসেবে ছিলেন রানা তসলিম উদ্দিন ক্ষমতাসীন সোসালিস্ট পার্টির (পিএস) প্রবীন নেতা ও দুয়ার্তে মার্সাল, সভাপতি সমাজতান্ত্রিক যুবদল (জেএস) লিসবন শহর শাখা।

আলোচনা সভায় পর্তুগালের ক্ষমতাসীন সোসালিষ্ট পার্টির নেতৃবৃন্দ বলেন, প্রবাসীদের স্হানীয় লোকজন এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দগন বলেন, “অভিবাসী” বলে কিন্তু পিএস বলে “মানুষ” এটাই হল অভিবাসীদের প্রতি ক্ষমতাসীন পিএস দলের আসল মনোভাব। এছাড়াও প্রবাসী তরুণদের স্থানীয় রাজনৈতিতে যোগদানের গুরুত্ব তুলে ধরেন এবং অভিবাসীদের যেকোন বিষয় ও সমস্যা সরাসরি নীতি নির্ধারকদের কাছে তুলে ধরতে সহজ হয় বলে উল্লেখ করেন।

 

এছাড়াও আরো উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব আবু ইমন, জামিল আকবর শামীম, তানভীর আলম জনি, জাকির আহমেদ, বিয়াট্রিজ পেরেইরা, জোয়াও পেরেইরা, সাদিয়া ইসলাম, রাইসা ইসলাম, ইসলাম নুহা, নীলোটোপাল ঘোষ প্রমূখ।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

নাটোর শ্মশানে তরুন হত্যার ঘটনায় সবুজ নামে এক যুবক চট্রগ্রাম থেকে গ্রেফতার

error: Content is protected !!

লিসবনে প্রবাসীদের সাথে পর্তুগীজ ইয়ং সোসালিষ্ট পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট টাইম : ১১:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩
মোহাম্মদ রনি আহমেদ লিসবন (পর্তুগাল) প্রতিনিধি :

পর্তুগালের লিসবনে বসবাসরত প্রবাসী বাংলাদেশি নতুন প্রজন্মের সাথে পর্তুগালের ক্ষমতাসীন দল সোসালিষ্ট পার্টির (পিএস) যুব শাখা ইয়ং সোসালিষ্টের সাথে মতবিনিময় ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে।

 

প্রবাসী বাংলাদেশী তরুণ সাজিন আহমেদ কৌশিকের নেতৃত্বে পর্তুগালে বেড়ে উঠা নতুন প্রজন্মের একঝাঁক বাংলাদেশী পর্তুগালের মূলধারার রাজনীতির এই যুব দলে যোগদান উপলক্ষে আয়োজন করা হয়। উল্লেখ্য, ১৬ থেকে ২৯ বছর বয়সের পর্তুগীজ নাগরিক বা পর্তুগালে বৈধভাবে বসবাসকারী বিদেশী যেকোন নাগরিকগন এই দলে অন্তভূক্ত হতে পারে।

সাজিন আহমেদ কৌশিকের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেদ্রো আনাস্তাসিও (এমপি) লিসবন অঞ্চলের সমাজতান্ত্রিক যুব দলের (জেএস) সভাপতি, বিশেষ অতিথি হিসেবে ছিলেন রানা তসলিম উদ্দিন ক্ষমতাসীন সোসালিস্ট পার্টির (পিএস) প্রবীন নেতা ও দুয়ার্তে মার্সাল, সভাপতি সমাজতান্ত্রিক যুবদল (জেএস) লিসবন শহর শাখা।

আলোচনা সভায় পর্তুগালের ক্ষমতাসীন সোসালিষ্ট পার্টির নেতৃবৃন্দ বলেন, প্রবাসীদের স্হানীয় লোকজন এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দগন বলেন, “অভিবাসী” বলে কিন্তু পিএস বলে “মানুষ” এটাই হল অভিবাসীদের প্রতি ক্ষমতাসীন পিএস দলের আসল মনোভাব। এছাড়াও প্রবাসী তরুণদের স্থানীয় রাজনৈতিতে যোগদানের গুরুত্ব তুলে ধরেন এবং অভিবাসীদের যেকোন বিষয় ও সমস্যা সরাসরি নীতি নির্ধারকদের কাছে তুলে ধরতে সহজ হয় বলে উল্লেখ করেন।

 

এছাড়াও আরো উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব আবু ইমন, জামিল আকবর শামীম, তানভীর আলম জনি, জাকির আহমেদ, বিয়াট্রিজ পেরেইরা, জোয়াও পেরেইরা, সাদিয়া ইসলাম, রাইসা ইসলাম, ইসলাম নুহা, নীলোটোপাল ঘোষ প্রমূখ।


প্রিন্ট