কুষ্টিয়ায় ডেঙ্গু আক্রান্ত হয়ে তানহা নামে ছয় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার সকালে জেলার মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।
শিশু তানহা পার্শ্ববর্তী দৌলতপুর উপজেলার ছাতারপাড়ার গ্রামের কৃষক মকলেছুর রহমানের মেয়ে।
মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা জেরিন সুলতানা জানান, বৃহস্পতিবার দুপুরে প্রচণ্ড জ্বর নিয়ে শিশুটি হাসপাতালে ভর্তি হয়। পরীক্ষা করে শিশুটি ডেঙ্গু আক্রান্ত বলে নিশ্চিত হওয়া যায়। শুক্রবার শিশু তানহার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। পরে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়ার পথে শিশুটির মৃত্যু হয়।
প্রিন্ট