নোয়াখালী হাতিয়া উপজেলায় শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী মহোৎসব আনন্দঘন ও ব্যাপক উৎসবমূখর পরিবেশে পালিত হয়েছে। সনাতন হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী আজ। এদিন দেশের হিন্দু সম্প্রদায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে জন্মাষ্টমী পালন করেন।
উপজেলা হাতিয়া বুধবার (৬ সেপ্টেম্বর) সকালে হাতিয়া মাষ্টার পাড়া শ্রী সার্বজনীন কালী মন্দির থেকে সনাতন ধর্মালম্বীদের বিভিন্ন রকমের ব্যানার ফেস্টুন সহ এক আনন্দ বর্ণাঢ্য শোভাযাত্রা হাতিয়া থানা (ভারপ্রাপ্ত কর্মকর্তা) ওসি মোঃ আনোয়ার হোসেনের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স এর সহযোগিতায় ওছখালী মেইনরোড জিরো পয়েন্ট হয়ে পুনরায় মাষ্টার পাড়া শ্রী শ্রী সার্বজনীন কালী মন্দিরে এসে মিলত হয়।
পরে ধর্মীয় বক্ত বৃন্দদের মাঝে উপস্থিত হাতিয়া উপজেলা হিন্দু মহাজোটের নির্বাহী সভাপতি শ্রী ছোটন চন্দ্র দাসের সভাপতিত্বে উপস্থিত হাতিয়া উপজেলা হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক শ্রী বিকাশ চন্দ্র ধররে ছিলেন,হাতিয়া উপজেলা হিন্দু মহাজোটের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য শ্রী সজিব রায়, প্রধান সমন্বয়কারী শ্রী জুয়েল চন্দ্র দাস, যুগ্ম-সাধারণ সম্পাদক শ্রী তপন পাটোকী, সাংগঠনিক সম্পাদক শ্রী সঞ্জয় মজুমদার, কোষাধ্যক্ষ শ্রী মিটু দাস, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শ্রী আশীষ মজুমদার, সহ-মানবাধিকার বিষয়ক সম্পাদক শ্রী মিঠু রায়, যুগ্ম-সাধারণ সম্পাদক শ্রী লক্ষ্মণ চন্দ্র দাস,ধর্মীয় প্রতিষ্ঠান সংরক্ষণ সম্পাদক শ্রী বংকর চন্দ্র দাস, ৭ নং তমরদ্দি ইউনিয়ন হিন্দু মহাজোটের সভাপতি শ্রী শিবির মজুমদার, সাধারণ সম্পাদক শ্রী সঞ্জয় দাস,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শ্রী টুটুল মজুমদার, সাংগঠনিক সম্পাদক শ্রী তিমির কান্তি মজুমদার, কোষাধ্যক্ষ ছোটন মজুমদার, ৫ নং চর ঈশ্বর ইউনিয়ন হিন্দু মহাজোটের নির্বাহী সভাপতি শ্রী পুলিন বিহারী দাস,সাংগঠনিক সম্পাদক শ্রী জুয়েল চন্দ্র দাস।
ছাত্র মহাজোটের সভাপতি শ্রী নোটন চন্দ্র দাস, নির্বাহী সভাপতি শ্রী পিকছন চন্দ্র দাস। হাতিয়া উপজেলা হিন্দু পরিষদের সভাপতি সহদেব রায়, সিনিয়র সহ-সভাপতি কচিদাস, সাংগঠনিক সম্পাদক সুমন দাস প্রমুখ
আলোচনা সভায় বক্তব্যে উপজেলা হিন্দু পরিষদের সভাপতি সহদেব রায় বলেন ,হিন্দু পুরান মতে, ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টম তিথিতে ভগবান শ্রী কৃষ্ণ জন্ম গ্রহণ করেন। সনাতন ধর্মালম্বীদের বিশ্বাস পাশবিক শক্তি যখন ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন সেই শক্তিকে দমন করে মানবজাতির কল্যাণ এবং ন্যায়নীতি প্রতিষ্ঠার জন্য মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল। তাদের আরো বিশ্বাস, দুষ্টের দমন করতে এভাবেই যুগে যুগে ভগবান মানুষের মাঝে নেমে আসেন এবং সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা করেন।
এছাড়া ও বাংলাদেশ হিন্দু মহাজোটের হাতিয়া উপজেলার সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র ধর ,শুভেচ্ছা বাণীতে তারা বলেন, যুগেযুগে পৃথিবীতে যখন অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন বেড়ে যায় তখনই বিভিন্ন অবতার পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য আর্বিভূত হন। তেমনি মহাবতার ভগবান শ্রীকৃষ্ণ দ্বাপর যুগে পৃথিবীতে আর্বিভূত হয়েছিলেন সত্য ও ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য।
মানুষে মানুষে বিভেদ ও বৈষম্য অবসানে সকল ধর্মের আদর্শকে ধারন করেই আমাদের এগুতে হবে। কারণ সব ধর্মেই মানুষের কল্যাণের বাণী রয়েছে। আর এই বাণীর তাৎপর্য মেনে চললে এক শোষণহীন সার্বজনীন সমাজ প্রতিষ্ঠিত হতে পারে। এছাড়াও অনুষ্ঠানে সভাপতি আসান্ন দুর্গা পূজার আয়োজন কে সুন্দর সৃঙ্খলা বজায় রাখতে এবং হাতিয়া উপজেলার হাতিয়া উপজেলার থানা প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে সমাপ্তি করেন।
প্রিন্ট