মাগুরা শালিখায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষে অভিযান পরিচালনা করে গাঁজা সহ ১ জন কে আটক করেছে শালিখা থানা পুলিশ।
থানাসুত্রে যানা যায় রবিবার (০৩ সেপ্টেম্বর ২৩) রাত আনুমানিক ১০টার দিকে শালিখা উপজেলার পুকুরিয়া গ্রামের শহিদুল কাজীর বসতবাড়ীর সামনে পাকারাস্তার উপর মাদকদ্রব্য বিক্রি করতে আসলে মাদক কারবারি বরইচারা গ্রামের মোঃ জাহাঙ্গীর আলমের ছেলে মোঃ জসিম উদ্দিন (৩১) কে ১৫০ গাঁজা সহ আটক করে শালিখা থানা পুলিশ।
এসআই (নিঃ) মোঃ লিটন গাজীর নেতৃত্বে এএসআই মোঃ লিটন হোসেন সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করে মাদক কারবারি জসিম কে গাঁজা সহ আটক করে।
শালিখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোশাররফ হোসেন বলেন- মাগুরা জেলার সুযোগ্য পুলিশ সুপারের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে শালিখা থানা এলাকায় মাদক থেকে যুবসমাজকে ফিরিয়ে আনতে মাদকদ্রব্য নির্মুলে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
আসামির বিরুদ্ধে শালিখা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮-এর ৩৬(১)-১৯(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে।