রাজশাহীর বাঘায় বিপুল পরিমান নকল রাজস্ব স্ট্যাম্পসহ শহিদুল ইসলাম (৪০)কে গ্রেপ্তার করেছে র্যাব-৫। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) রাত্র সাড়ে ১২ টায় র্যাব-৫ এর একটি অপারেশন দল তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে নকল রাজস্ব স্ট্যাম্পসহ শহিদুল ইসলামকে গ্রেপ্তার করে। সে উপজেলার বলিহার বেতীপাড়া গ্রামের নুর মোহাম্মদের ছেলে।
এ বিষয়ে রাজশাহী র্যাব-৫ এর অধিনায়ক রিয়াজ শাহরিয়ার সাংবাদিকদের বলেন, শহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে লোক চক্ষুর অন্তরালে নকল রাজস্ব স্ট্যাম্পসমূহ নিজ দখল/হেফাজতে রেখে বিক্রয় করে সরকারের পাশা-পাশি জনসাধারণের ক্ষতিসাধন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে ১ লক্ষ ৩১ হাজার পিচ বিভিন্ন ধরনের নকল রাজস্ব স্ট্যাম্প জব্দ করা হয়।
- আরও পড়ুনঃ ২০০ স্কুলের শ্রুতিকটু নাম পরিবর্তন শুরু
এ বিষয়ে বাঘা থানার দায়িত্বরত ডিউটি অফিসার উপপুলিশ পরিদর্শক নাসরিন খাতুন বলেন, রাজশাহী র্যাব-৫ বাদি হয়ে প্রতারনার মামলা দায়ের করেছেন। আসামী শহিদুল ইসলাকে শনিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।
প্রিন্ট