ঢাকা , মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রাজশাহীতে ব্যাবসায়ীদের নিয়ে বিভিন্ন অপরাধ দমন রোধে মতবিনিময় সভা Logo নিজেদের ভোটের অধিকার নিজেদের বুঝে নিতে হবেঃ -অমিত Logo কুষ্টিয়ার গড়াই নদীতে মিলল নারীর ভাসমান মরদেহ Logo চরভদ্রাসনে মৎস্য অফিসের মাঝিদের উপর স্থানীয় জেলেদের হামলা, থানায় অভিযোগ Logo স্থল পথে তৈরি পোশাক আমদানিতে ভারত সরকারের নিষেধাজ্ঞা Logo রূপগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান Logo দৌলতপুর ভারপ্রাপ্ত অধ্যক্ষকে প্রাণনাশের হুমকি, সাবেক অধ্যক্ষ গ্রেপ্তার Logo ঢাকায় সমাবেশ উপলক্ষে কালুখালীতে যুবদলের প্রস্তুতি সভা Logo রূপগঞ্জে ইউনিয়ন পরিষদের বেদখল রাস্তা ১৬ বছর পর সীমানা প্রাচীর ভেঙে উদ্ধার Logo শ্যামনগরে নারী কৃষকদের দক্ষতা উন্নয়নে জলবায়ু সহনশীল কৃষি প্রশিক্ষণ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

জিআই পণ্যের সনদ পেল ৭ প্রতিষ্ঠান

দেশে এ পর্যন্ত ১৭টি পণ্যকে ভৌগোলিক নির্দেশক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এর মধ্যে ১০টির সনদ আগেই দেওয়া হয়েছে

দেশে এ পর্যন্ত ১৭টি পণ্যকে ভৌগোলিক নির্দেশক (জিআই) হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এর মধ্যে ১০টির সনদ আগেই দেওয়া হয়েছে। সাম্প্রতিক সময়ে যে সাতটি ভৌগোলিক নির্দেশক পণ্যের স্বীকৃতি পেয়েছে গতকাল বৃহস্পতিবার সেগুলোর আবেদনকারীদের কাছে সনদ প্রদান করেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

রাজধানীর একটি হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ডিপিডিটির মহাপরিচালক খোন্দকার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্পসচিব জাকিয়া সুলতানা। শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তরের (ডিপিডিটি) উদ্যোগে আয়োজিত বিশ্ব মেধাসম্পদ দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে ‘উইমেন অ্যান্ড আইপি : এক্সিলারেশন ইনোভেশন অ্যান্ড ক্রিয়েটিভিটি’ শীর্ষক সেমিনার এবং ভৌগোলিক নির্দেশক পণ্যের সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন শিল্পমন্ত্রী। 

তিনি বলেন, বাংলাদেশ পেটেন্ট আইন ২০২২, বাংলাদেশ শিল্প-নকশা আইন ২০২৩ প্রণয়ন করা হয়েছে এবং ট্রেডমার্ক আইন ২০০৯ সংশোধনের প্রস্তাব করা হয়েছে। সরকার এরই মধ্যে ইলিশ, জামদানি, রংপুরের শতরঞ্জিসহ ১৭টি পণ্যকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে, যা বাণিজ্যিকীকরণের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি লাভবান হতে পারে।

বাংলাদেশে মেধাসম্পদ সংরক্ষণ ব্যবস্থা যত শক্তিশালী হবে, এ দেশে বৈদশিক বিনিয়োগ তত বাড়বে। 

শিল্পমন্ত্রী বলেন, ‘নতুন উদ্ভাবন ও সৃষ্টিশীলতার প্রকাশই মেধাসম্পদ, আর এই উদ্ভাবন ও সৃষ্টিশীলতাকে উৎসাহিত করার সঙ্গে অর্থনৈতিক উন্নয়নের সম্পর্ক অত্যন্ত গভীর। জাতি হিসেবে আমরা যত বেশি জ্ঞানভিত্তিক উদ্ভাবন ও সৃষ্টিশীলতাকে কাজে লাগাব, তত বেশি সমৃদ্ধির দিকে অগ্রসর হতে পারব। একবিংশ শতাব্দীতে এসে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন একটি বড় চ্যালেঞ্জ।

এখন আমরা উন্নয়নশীল দেশের অন্তর্ভুক্ত হয়েছি, এই উন্নয়নশীলতা ধরে রাখতে না পারলে আমরা আবার পিছিয়ে যাব।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

রাজশাহীতে ব্যাবসায়ীদের নিয়ে বিভিন্ন অপরাধ দমন রোধে মতবিনিময় সভা

error: Content is protected !!

জিআই পণ্যের সনদ পেল ৭ প্রতিষ্ঠান

আপডেট টাইম : ০৪:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০২৩
দৈনিক সময়ের প্রত্যাশা ডেস্ক :
দেশে এ পর্যন্ত ১৭টি পণ্যকে ভৌগোলিক নির্দেশক (জিআই) হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এর মধ্যে ১০টির সনদ আগেই দেওয়া হয়েছে। সাম্প্রতিক সময়ে যে সাতটি ভৌগোলিক নির্দেশক পণ্যের স্বীকৃতি পেয়েছে গতকাল বৃহস্পতিবার সেগুলোর আবেদনকারীদের কাছে সনদ প্রদান করেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

রাজধানীর একটি হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ডিপিডিটির মহাপরিচালক খোন্দকার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্পসচিব জাকিয়া সুলতানা। শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তরের (ডিপিডিটি) উদ্যোগে আয়োজিত বিশ্ব মেধাসম্পদ দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে ‘উইমেন অ্যান্ড আইপি : এক্সিলারেশন ইনোভেশন অ্যান্ড ক্রিয়েটিভিটি’ শীর্ষক সেমিনার এবং ভৌগোলিক নির্দেশক পণ্যের সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন শিল্পমন্ত্রী। 

তিনি বলেন, বাংলাদেশ পেটেন্ট আইন ২০২২, বাংলাদেশ শিল্প-নকশা আইন ২০২৩ প্রণয়ন করা হয়েছে এবং ট্রেডমার্ক আইন ২০০৯ সংশোধনের প্রস্তাব করা হয়েছে। সরকার এরই মধ্যে ইলিশ, জামদানি, রংপুরের শতরঞ্জিসহ ১৭টি পণ্যকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে, যা বাণিজ্যিকীকরণের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি লাভবান হতে পারে।

বাংলাদেশে মেধাসম্পদ সংরক্ষণ ব্যবস্থা যত শক্তিশালী হবে, এ দেশে বৈদশিক বিনিয়োগ তত বাড়বে। 

শিল্পমন্ত্রী বলেন, ‘নতুন উদ্ভাবন ও সৃষ্টিশীলতার প্রকাশই মেধাসম্পদ, আর এই উদ্ভাবন ও সৃষ্টিশীলতাকে উৎসাহিত করার সঙ্গে অর্থনৈতিক উন্নয়নের সম্পর্ক অত্যন্ত গভীর। জাতি হিসেবে আমরা যত বেশি জ্ঞানভিত্তিক উদ্ভাবন ও সৃষ্টিশীলতাকে কাজে লাগাব, তত বেশি সমৃদ্ধির দিকে অগ্রসর হতে পারব। একবিংশ শতাব্দীতে এসে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন একটি বড় চ্যালেঞ্জ।

এখন আমরা উন্নয়নশীল দেশের অন্তর্ভুক্ত হয়েছি, এই উন্নয়নশীলতা ধরে রাখতে না পারলে আমরা আবার পিছিয়ে যাব।

প্রিন্ট