পাবনার চাটমোহর উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ের সাথে গরম বাতাস বয়ে যাওয়ায় বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে ধান পুড়ে সাদা ধূসর রূপ নিয়েছে । বোরো ধানের শিষ নষ্ট হয়ে গেছে। ধানের শিষ শুধু চিটা হয়ে দাড়িয়ে আছে। ক্ষতির সম্মুখিন হয়েছে কৃষকরা ।
সরেজমিনে শুক্রবার উপজেলার হরিপুর ইউনিয়নের বিলকুরুলিয়া সহ বিভিন্ন মাঠে গিয়ে দেখা যায়, বিঘার পর বিঘা বোরো ধানের শিষ শুধু সাদা। দমকা গরম বাতাসে বোরো ধানের শীষ পুড়ে নষ্ট হয়ে গেছে। এছাড়াও উপজেলার বিভিন্ন মাঠে বোরো ধানের ক্ষতি হয়েছে।
উপজেলার মুসাগাড়ী গ্রামের কৃষক রফিক উদ্দিন,রবিবুল ইসলামসহ অন্যরা জানান, গতকয়েক দিন আগে ঝড়ের সঙ্গে গরম বাতাসে তার জমির ধান নষ্ট হয়ে গেছে।প্রতি বিঘা জমিতে ধান রোপণ থেকে শুরু করে এ পর্যন্ত ১১হাজার ৫০০ টাকা খরচ হয়েছে এ বছর উৎপাদন খরচ আর উঠবে না। একই অবস্থা এলাকার সব কৃষকের।
এ ব্যপারে উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাইদুর রহমান সাঈদ জানান,কমবেশী সবখানেই এই ক্ষতি হয়েছে। আমরা কৃষকদের পরামর্শ দিচ্ছি। এখন বাকি ধানের জমিতে এক লিটার পানিতে ১০ গ্রাম পটাশ মিশিয়ে স্প্রে করতে হবে। জমিতে দু থেকে তিন ইঞ্চি পরিমান পানি জমা রাখার জন্য বলা হচ্ছে।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এ এ মাসুমবিল্লাহ জানান,কালবৈশাখীর গরম বাতাসে ধানের শিষের পরাগায়ণ বিঘ্নিত হয়ে ও মাটিতে শুয়ে পড়ায় উপজেলার আগাম বোরো ধানের জমি ক্ষতিগ্রস্থ হয়েছে। আমরা ক্ষতির পরিমাণ নির্নয় করছি।
প্রিন্ট