নওগাঁর আত্রাইয়ে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন বাস্তবায়নে অভিযান পরিচালনা করে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়েছে। মঙ্গলবার (২৯ আগষ্ট) বেলা ১২ টার দিকে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথের উদ্যোগে এই অভিযান পরিচারনা করা হয়। এই অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন আত্রাই উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস।
আত্রাই নদীতে এই অভিযান পরিচালনা করে ৩০০ মিটার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল বা রিং জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত রিং জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল দিয়ে দেশীয় মৎস্য শিকার করা হচ্ছে। এর ফলে বিভিন্ন প্রকার দেশী প্রজাতির মাছসহ জলজ প্রাণী ও উপকারী কীট পতঙ্গ বিলুপ্ত হয়ে যাচ্ছে।
- আরও পড়ুনঃ গনসংযোগ ও আওয়ামী লীগ সরকারের নানা উন্নয়ন প্রচারনা করেছেন স্পেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজভী আলম
মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন বাস্তবায়নে এই অভিযান পরিচালনা করে ৩০০ মিটার চায়না জাল জব্দ করে তা বিনষ্টিকরণ করা হয়। দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ ও উন্নয়নের জন্য আমাদের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অঞ্জন কুমার দাস, উপজেলা পল্লী উন্নয় অফিসার তোফাজ্জল হোসেন, উপজেলা সহকারী প্রোগ্রামার সানজির শিশির উপস্থিত ছিলেন।
প্রিন্ট