ফরিদপুরে সালথা উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি বিএনপি জামাত শিবিরের এজেন্ট ফিরোজ খান রাজ এর বহিষ্কারের দাবিতে এক সংবাদ সম্মেলন আজ শুক্রবার সকাল সাড়ে ১১ টায় ফরিদপুর প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়।
ফরিদপুর প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম হিমেল এর সঞ্চালনায় এতে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহিন আলম।
এ সময় উপস্থিত ছিলেন সালথা উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রমিজ খান মুন্না, সহ-সভাপতি নাজমুল খান, সহ-সভাপতি এস এম শাকিল হুসাইন সহ-সভাপতি হাবিবুল্লাহ ফাহাদ, সাংগঠনিক সম্পাদক হেলাল হাসান, সাংগঠনিক সম্পাদক আনোয়ার কাজী, সাংগঠনিক সম্পাদক নাজমুল মাতব্বর। সংবাদ সম্মেলনে জানানো হয়।
গত ২৭ তারিখে যে কারণে ছাত্রলীগের বিভিন্ন নেতাদের বহিষ্কার করা হয়েছে সেই যুদ্ধাপরাধী জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুতে সালথা উপজেলার ভারপ্রাপ্ত সভাপতি ফিরোজ খান রাজ ফেসবুকে শোক প্রকাশ করে স্ট্যাটাস দেন। পরবর্তীতে তিনি তার ফেসবুক ওয়াল থেকে স্ট্যাটাস সরিয়ে ফেলেন।
ভারপ্রাপ্ত সভাপতির এ রকম সংগঠনের বিরোধী কর্মকাণ্ডে সালথা উপজেলা ছাত্রলীগ বিতর্কিত হয়। উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে ফরিদপুর জেলা ছাত্রলীগ সভাপতি তানজিদুল রশিদ চৌধুরী রিয়ান এবং সাধারণ সম্পাদক ফাহিম আহমেদকে সালথার ভারপ্রাপ্ত সভাপতি এরকম অসংগঠনিক কাজের প্রমাণ সহ অবগত করা হয়। পরবর্তীতে জেলা ছাত্রলীগের পক্ষ থেকে ২৩ শে আগস্ট ৯ জন ছাত্রলীগের নেতাকর্মী বহিষ্কার করা হলেও সালথা উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফিরোজ খান রাজের বিরুদ্ধে কোন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
যে ব্যক্তি যুদ্ধ অপরাধী জামাত নেতার বিরুদ্ধে শোক বার্তা প্রদান করে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা না হলে আগামী ৭২ ঘণ্টার মধ্যে সালথা উপজেলা ছাত্রলীগের বঙ্গবন্ধুর আদর্শ বিশ্বাসী নেতারা যে সকল দায়িত্বে আছি তা থেকে পদত্যাগ করার ঘোষণা দেয়া হয়। সংবাদ সম্মেলনে ফরিদপুরের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রিন্ট