বৃহ:স্পতিবার সকালে রাজবাড়ীর কালুখালী থানা পুলিশ হাসপাতাল সড়কের পাশ থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে। কালুখালী থানার অফিসার ইনচার্জ প্রানবন্ধু চন্দ্র বিশ্বাস এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। উদ্ধারকৃত ওই যুবকের নাম রুবেল ওরফে মহা মন্ডল(২৫)। সে কালুখালীর বোয়ালিয়া গ্রামের খলিল মন্ডলের ছেলে।
এলাকাবাসী জানায়, ২৫ বছর আগে প্রেমের সূত্র ধরে রুবেলের মাকে বিয়ে করে খলিল মন্ডল। তাদের ওরশে রুবেলের জন্ম হয়। বিয়ের ৫ বছর পর রুবেলের মাকে তালাক দেয় খলিল। সেই থেকে রুবেলের জীবন ছন্নছাড়া হয়ে যায়। পথে ঘুরে মানুষের দয়ায় তার জীবন চলতো। বুধবার বিকেলেও এলাকাবাসী তাকে ঘুরতে দেখেছে। এরই মাঝে বুধবার রাতে দূর্বত্তরা তাকে হত্যা করে লাশটি ডোবায় ফেলে যায়। ঘটনার পর থেকে নিহতের পিতা খলিলকেও খুজে পাওয়া যাচ্ছে না।
কালুখালী থানার অফিসার ইনচার্জ প্রানবন্ধু চন্দ্র বিশ্বাস জানায়, রুবেলের লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
প্রিন্ট